প্রতিনিধি
নেত্রকোনা: ময়ফুল বিবি। বর্তমানে বয়স ৭০ বছর। ডাকবাংলোর বারান্দা, বাজারে দোকানের চৌকি, যাত্রী ছাউনি, কখনোবা রেলস্টেশনের প্লাটফরমে কাটিয়ে দিয়েছেন ১৮টি বছর। ছেঁড়া মলিন কাপড়, পলিথিন আর চট দিয়ে নিজেই তৈরি করে নিতেন মাথা গোঁজার ঠাঁই। ২০০৩ সালের দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বাজার স্টেশনে এসে ঠাঁই নেন তিনি। এরপর থেকে সেখানেই থাকতেন। স্থানীয়দের দয়ায় জুটতো খাবার। তবে বহু চেষ্টা করেও জানা যায়নি তার নাম পরিচয় ঠিকানা। অবশেষে গতকাল রোববার সকালে স্বজনদের কাছে ফিরে এসেছেন তিনি।
ময়ফুল বিবির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে। স্বামীর কাশেম ব্যাপারী, অনেক আগেই মারা গেছেন। তাদের ছয় মেয়ে। কোনো ছেলে সন্তান নেই।
পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালে বাড়ি থেকে নিখোঁজ হন ময়ফুল বিবি। তিনি মানসিকভাবে অসুস্থ। ২০০৩ সালের দিকে নিখোঁজ হন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ গত ১৪ মে একটি ফেসবুক গ্রুপে ময়ফুল বিবির কাছ থেকে পাওয়া কিছু তথ্য পোস্ট করেন। সেটি চোখ পড়ে স্বজনদের। গতকাল সকালে স্বজনদের কাছে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু রেলস্টেশন এলাকার মানুষকে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, প্রথমে যেতে রাজিই হচ্ছিলেন না। বারবার বলতে থাকেন, এলাকার মানুষদের ছেড়ে কোথাও যাবেন না। পরে কৌশলে তাঁকে রাজি করান পরিবারের লোকেরা।
তাঁর থাকার ঝুপড়িঘরে পাওয়া গেছে বেশ কিছু টাকা–পয়সা। সেসব টাকাসহ হাঁড়ি-পাতিল, কাপড়, জিনিসপত্র মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ময়ফুলের মেয়ে হোসনে আরা বেগম বলেন, ২০০২ সালে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় একদিন তিনি নিখোঁজ হন। সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তারা ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।
আরেক মেয়ে বিবি মরিয়ম বলেন, বিশ্বাসই করতেই পারছি না মাকে ফিরে পেয়েছি। জারিয়াবাসী তার মাকে যেভাবে আগলে রেখেছিলেন তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা মুগ্ধ।
এদিকে ময়ফুল বিবির স্বজনরা তাঁকে নিতে আসছেন– এই খবর রাষ্ট্র হওয়ার পর আশেপাশের এলাকার শত শত মানুষ রাতেই ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। ময়ফুল বিবিকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটেরকোণা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের নেতা ও নাটেরকোণা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন রোমেল, পূর্বধলা হেল্পলাইন প্রতিনিধি মো. অলি উল্লাহ তালুকদার ও বি কে এম জাহিদ হাসান প্রহর, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. তুহিন মিয়া, নূরুল আমিন।
নেত্রকোনা: ময়ফুল বিবি। বর্তমানে বয়স ৭০ বছর। ডাকবাংলোর বারান্দা, বাজারে দোকানের চৌকি, যাত্রী ছাউনি, কখনোবা রেলস্টেশনের প্লাটফরমে কাটিয়ে দিয়েছেন ১৮টি বছর। ছেঁড়া মলিন কাপড়, পলিথিন আর চট দিয়ে নিজেই তৈরি করে নিতেন মাথা গোঁজার ঠাঁই। ২০০৩ সালের দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বাজার স্টেশনে এসে ঠাঁই নেন তিনি। এরপর থেকে সেখানেই থাকতেন। স্থানীয়দের দয়ায় জুটতো খাবার। তবে বহু চেষ্টা করেও জানা যায়নি তার নাম পরিচয় ঠিকানা। অবশেষে গতকাল রোববার সকালে স্বজনদের কাছে ফিরে এসেছেন তিনি।
ময়ফুল বিবির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে। স্বামীর কাশেম ব্যাপারী, অনেক আগেই মারা গেছেন। তাদের ছয় মেয়ে। কোনো ছেলে সন্তান নেই।
পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালে বাড়ি থেকে নিখোঁজ হন ময়ফুল বিবি। তিনি মানসিকভাবে অসুস্থ। ২০০৩ সালের দিকে নিখোঁজ হন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ গত ১৪ মে একটি ফেসবুক গ্রুপে ময়ফুল বিবির কাছ থেকে পাওয়া কিছু তথ্য পোস্ট করেন। সেটি চোখ পড়ে স্বজনদের। গতকাল সকালে স্বজনদের কাছে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু রেলস্টেশন এলাকার মানুষকে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, প্রথমে যেতে রাজিই হচ্ছিলেন না। বারবার বলতে থাকেন, এলাকার মানুষদের ছেড়ে কোথাও যাবেন না। পরে কৌশলে তাঁকে রাজি করান পরিবারের লোকেরা।
তাঁর থাকার ঝুপড়িঘরে পাওয়া গেছে বেশ কিছু টাকা–পয়সা। সেসব টাকাসহ হাঁড়ি-পাতিল, কাপড়, জিনিসপত্র মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ময়ফুলের মেয়ে হোসনে আরা বেগম বলেন, ২০০২ সালে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় একদিন তিনি নিখোঁজ হন। সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তারা ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।
আরেক মেয়ে বিবি মরিয়ম বলেন, বিশ্বাসই করতেই পারছি না মাকে ফিরে পেয়েছি। জারিয়াবাসী তার মাকে যেভাবে আগলে রেখেছিলেন তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা মুগ্ধ।
এদিকে ময়ফুল বিবির স্বজনরা তাঁকে নিতে আসছেন– এই খবর রাষ্ট্র হওয়ার পর আশেপাশের এলাকার শত শত মানুষ রাতেই ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। ময়ফুল বিবিকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটেরকোণা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের নেতা ও নাটেরকোণা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন রোমেল, পূর্বধলা হেল্পলাইন প্রতিনিধি মো. অলি উল্লাহ তালুকদার ও বি কে এম জাহিদ হাসান প্রহর, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. তুহিন মিয়া, নূরুল আমিন।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
৩৪ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক ব্যক্তির শাসনব্যবস্থা বাংলাদেশের আর চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও
৩৯ মিনিট আগেবৃক্ষরোপণ করে রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের মহল্লা থেকে তাদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও যুবদল। এ ছাড়া রাস্তায় মানববন্ধন করে এর প্রতিবাদ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে আলাদা দুটি কর্মসূচি পালিত হয়।
৪৩ মিনিট আগে