নেত্রকোনা প্রতিনিধি
দুস্থদের চাল আত্মসাতের অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা যায়, গত ঈদুল ফিতরে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের চাল চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্তে নামে কর্তৃপক্ষ। এতে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে ৮৭ জন দুস্থের চাল আত্মসাৎ করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও।
এ ছাড়া ভুক্তভোগী ও ইউপি সদস্যদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। কয়েক দফা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত মঙ্গলবার নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
এর আগে ২০০৩ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়া। সেই সময়েও তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। ২০০৮ সালে দুস্থদের দুই হাজার কেজি চাল কালো বাজারে বিক্রির দায়ে জেলও খেটেছেন তিনি। পরে ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে লড়ে পরাজিত হন। এ সময় চেয়ারম্যান নির্বাচিত হন হাবিবুর রহমান। পাঁচ মাস পর চেয়ারম্যান হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান হন।
দুস্থদের চাল আত্মসাতের অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা যায়, গত ঈদুল ফিতরে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের চাল চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্তে নামে কর্তৃপক্ষ। এতে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে ৮৭ জন দুস্থের চাল আত্মসাৎ করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও।
এ ছাড়া ভুক্তভোগী ও ইউপি সদস্যদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। কয়েক দফা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত মঙ্গলবার নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
এর আগে ২০০৩ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়া। সেই সময়েও তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। ২০০৮ সালে দুস্থদের দুই হাজার কেজি চাল কালো বাজারে বিক্রির দায়ে জেলও খেটেছেন তিনি। পরে ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে লড়ে পরাজিত হন। এ সময় চেয়ারম্যান নির্বাচিত হন হাবিবুর রহমান। পাঁচ মাস পর চেয়ারম্যান হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান হন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
৬ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২২ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২২ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২৭ মিনিট আগে