নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়। বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।
নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়। বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
১৯ মিনিট আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
২৪ মিনিট আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
২৭ মিনিট আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
২ ঘণ্টা আগে