নেত্রকোনা প্রতিনিধি
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এলাকা ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সাংসদের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে সাংসদ মানু মজুমদার তাঁর নির্বাচনী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুরে অধিকাংশ সময় অবস্থান করছেন। তিনি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তাঁর পছন্দের প্রার্থীদের হয়ে প্রচারণা চালাচ্ছেন ও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছেন। তাঁর প্রশ্রয়ে কর্মী-সমর্থকেরাও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছেন।
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জেলা রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা স্মরণ করিয়ে দিয়ে সাংসদকে একটি চিঠি দেন। ওই চিঠিতে আচরণ বিধিমালার উল্লেখ করে সাংসদকে নির্বাচনী এলাকা ছাড়তে অনুরোধ করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ সাংসদকে এলাকা ছাড়তে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ও অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে সাংসদকে এলাকায় অবস্থান না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। দুপুরে ওনার (সাংসদের) একজন সহকারী চিঠিটি গ্রহণ করেছেন।’
এ ব্যাপারে জানতে সাংসদ মানু মজুমদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তবে তাঁর ব্যক্তিগত সহকারী আলী আহাত মুঠোফোনে জানান, সাংসদ কলমাকান্দার রংছাতি ইউনিয়নে তাঁর বাড়িতে অবস্থান করছেন। তাঁরা এলাকায় থাকবেন না।
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এলাকা ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সাংসদের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে সাংসদ মানু মজুমদার তাঁর নির্বাচনী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুরে অধিকাংশ সময় অবস্থান করছেন। তিনি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তাঁর পছন্দের প্রার্থীদের হয়ে প্রচারণা চালাচ্ছেন ও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছেন। তাঁর প্রশ্রয়ে কর্মী-সমর্থকেরাও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছেন।
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জেলা রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা স্মরণ করিয়ে দিয়ে সাংসদকে একটি চিঠি দেন। ওই চিঠিতে আচরণ বিধিমালার উল্লেখ করে সাংসদকে নির্বাচনী এলাকা ছাড়তে অনুরোধ করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ সাংসদকে এলাকা ছাড়তে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ও অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে সাংসদকে এলাকায় অবস্থান না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। দুপুরে ওনার (সাংসদের) একজন সহকারী চিঠিটি গ্রহণ করেছেন।’
এ ব্যাপারে জানতে সাংসদ মানু মজুমদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তবে তাঁর ব্যক্তিগত সহকারী আলী আহাত মুঠোফোনে জানান, সাংসদ কলমাকান্দার রংছাতি ইউনিয়নে তাঁর বাড়িতে অবস্থান করছেন। তাঁরা এলাকায় থাকবেন না।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৫ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৫ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৬ ঘণ্টা আগে