পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখন থেকে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলা সদরসহ সারা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে।
ওই এলাকার বাসিন্দারা বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, আরেকদিকে পবিত্র মাহে রমজান। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় সেচ, গৃহস্থালি কাজকর্ম, ইফতার, তারাবিসহ দৈনন্দিন সব কাজ নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।
পাটরা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের মানিক মিয়া বলেন, দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। চার্জের অভাবে মোবাইল বন্ধ রয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে গিয়ে মোবাইল চার্জ দিয়ে এনেছি। এ দুর্বিষহ অবস্থায় আর কয়দিন থাকতে হবে?
উপজেলার মৌদাম গ্রামের রুহুল আমিন অভিযোগ করে বলেন, গ্রীষ্মের শুরু থেকেই চরম লোডশেডিং চলছে। সারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কোনো মতে ২ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়েই চলতো। কিন্তু গত দুই দিন ধরে একবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে আমরা দুর্বিষহ অবস্থায় আছি।
এ বিষয়ে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফরহাদ হোসেন বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে গেছে। লাইনে গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুদিন ধরেই কাজ চলছে।
সহকারী মহাব্যবস্থাপক আরও বলেন, নেত্রকোনা থেকে লোক এনে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি এলাকাগুলোতে খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখন থেকে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলা সদরসহ সারা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে।
ওই এলাকার বাসিন্দারা বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, আরেকদিকে পবিত্র মাহে রমজান। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় সেচ, গৃহস্থালি কাজকর্ম, ইফতার, তারাবিসহ দৈনন্দিন সব কাজ নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।
পাটরা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের মানিক মিয়া বলেন, দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। চার্জের অভাবে মোবাইল বন্ধ রয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে গিয়ে মোবাইল চার্জ দিয়ে এনেছি। এ দুর্বিষহ অবস্থায় আর কয়দিন থাকতে হবে?
উপজেলার মৌদাম গ্রামের রুহুল আমিন অভিযোগ করে বলেন, গ্রীষ্মের শুরু থেকেই চরম লোডশেডিং চলছে। সারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কোনো মতে ২ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়েই চলতো। কিন্তু গত দুই দিন ধরে একবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে আমরা দুর্বিষহ অবস্থায় আছি।
এ বিষয়ে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফরহাদ হোসেন বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে গেছে। লাইনে গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুদিন ধরেই কাজ চলছে।
সহকারী মহাব্যবস্থাপক আরও বলেন, নেত্রকোনা থেকে লোক এনে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি এলাকাগুলোতে খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।
ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আনজুমান আরা ইকরাসহ অন্য প্রার্থীরা।
৭ মিনিট আগেজামালপুরের মেলান্দহ উপজেলায় চোর অভিযোগে গণপিটুনিতে রিপন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহায় পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মোজাম্মেল মিস্ত্রীর ছেলে।
২৭ মিনিট আগেচট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেরাজধানীর বারিধারা থেকে অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। আজ শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়া সিসা বার পরিচালিত হচ্ছিল।
৩৭ মিনিট আগে