নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।
পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’
পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’
তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে।
ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’
নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।
পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’
পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’
তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে।
ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
১২ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২৯ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২৯ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩৪ মিনিট আগে