বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরে সাড়ে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই দিচ্ছেন ভেটেরিনারি সার্জনের চিকিৎসা সেবা। এতে ব্যাহত হচ্ছে পশু-পাখির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তৎকালীন ভেটেরিনারি সার্জন মোতালেব প্রায় সাড়ে তিন বছর আগে বদলি হয়ে গেছেন। এরপর বিল্লাল হোসেন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগ দেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি প্রমোশন পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে ভেটেরিনারি সার্জনের পদটি শূন্য। এদিকে উপজেলায় ছোট, মাঝারি ও বড় খামারির সংখ্যা ৪০ এর অধিক। এ ছাড়া রয়েছে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখির খামার। এসব খামারিরা পড়েছেন বিপাকে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ভেটেরিনারি সার্জনের প্রয়োজনীয়তা অনেক। পশু-পাখির জখম সারানো ও ড্রেসিং করা, অস্ত্রোপচার করা, রোগের জন্য ভ্যাকসিন ও টিকা দেওয়া, সাধারণ যত্ন, চিকিৎসা শর্তাবলি এবং চিকিৎসা সম্পর্কে পশু মালিকদের পরামর্শ দেওয়া, অসুস্থতার ধরন অনুযায়ী ওষুধ দেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন।
বারহাট্টা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের বাসিন্দা হাবিব জানান, ৭ মাস বয়সী বাছুরের চিকিৎসার জন্য সকাল থেকে বসে আছি। ভেটেরিনারি সার্জন না থাকায় এখন প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য অপেক্ষা করছি। তিনি আসলেই চিকিৎসা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভেটেরিনারি সার্জনের পদটি আমি বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগদানের দুই মাসের মধ্যেই খালি হয়ে যায়। পরে মাসখানেকের জন্য একজন আসলে তিনিও চলে যান। সেই থেকে প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমিই ভেটেরিনারি চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছি। চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম একই সঙ্গে করা আমার জন্য অনেক কষ্টের।
মহিউদ্দিন আরও জানান বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেক দিন ধরেই ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা মাসিক মিটিংয়ে ভেটেরিনারি সার্জন শূন্য পদ পূরণের জন্য আমি অনেকবার বলেছি। এ ছাড়া স্থানীয় এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরে সাড়ে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই দিচ্ছেন ভেটেরিনারি সার্জনের চিকিৎসা সেবা। এতে ব্যাহত হচ্ছে পশু-পাখির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তৎকালীন ভেটেরিনারি সার্জন মোতালেব প্রায় সাড়ে তিন বছর আগে বদলি হয়ে গেছেন। এরপর বিল্লাল হোসেন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগ দেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি প্রমোশন পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে ভেটেরিনারি সার্জনের পদটি শূন্য। এদিকে উপজেলায় ছোট, মাঝারি ও বড় খামারির সংখ্যা ৪০ এর অধিক। এ ছাড়া রয়েছে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখির খামার। এসব খামারিরা পড়েছেন বিপাকে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ভেটেরিনারি সার্জনের প্রয়োজনীয়তা অনেক। পশু-পাখির জখম সারানো ও ড্রেসিং করা, অস্ত্রোপচার করা, রোগের জন্য ভ্যাকসিন ও টিকা দেওয়া, সাধারণ যত্ন, চিকিৎসা শর্তাবলি এবং চিকিৎসা সম্পর্কে পশু মালিকদের পরামর্শ দেওয়া, অসুস্থতার ধরন অনুযায়ী ওষুধ দেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন।
বারহাট্টা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের বাসিন্দা হাবিব জানান, ৭ মাস বয়সী বাছুরের চিকিৎসার জন্য সকাল থেকে বসে আছি। ভেটেরিনারি সার্জন না থাকায় এখন প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য অপেক্ষা করছি। তিনি আসলেই চিকিৎসা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভেটেরিনারি সার্জনের পদটি আমি বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগদানের দুই মাসের মধ্যেই খালি হয়ে যায়। পরে মাসখানেকের জন্য একজন আসলে তিনিও চলে যান। সেই থেকে প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমিই ভেটেরিনারি চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছি। চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম একই সঙ্গে করা আমার জন্য অনেক কষ্টের।
মহিউদ্দিন আরও জানান বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেক দিন ধরেই ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা মাসিক মিটিংয়ে ভেটেরিনারি সার্জন শূন্য পদ পূরণের জন্য আমি অনেকবার বলেছি। এ ছাড়া স্থানীয় এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
৫ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক ব্যক্তির শাসনব্যবস্থা বাংলাদেশের আর চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও
১০ মিনিট আগেবৃক্ষরোপণ করে রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের মহল্লা থেকে তাদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও যুবদল। এ ছাড়া রাস্তায় মানববন্ধন করে এর প্রতিবাদ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে আলাদা দুটি কর্মসূচি পালিত হয়।
১৩ মিনিট আগেপল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হবে।
১৯ মিনিট আগে