Ajker Patrika

মোহনগঞ্জে বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত শিশুর নাম তোরা মনি (৮)। উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশে বৃষ্টি ও ঢলের পানিতে পড়ে গিয়ে তোরা মনি নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

নিহতের চাচা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন জানান, বাড়ির আশপাশ বৃষ্টি ও ঢলের পানিতে ভরে গেছে। গতকাল বুধবার বিকেলে তোরা মনি তার বাবাকে খুঁজতে বাড়ির পাশে গিয়েছিল। পরে আর ফিরে আসেনি। পা পিছলে বা কোনোভাবে সে পানিতে পড়ে যায়। কিছু সময় পর তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। আজ সকালে তোরা মনির লাশ পানিতে ভেসে উঠে। 

ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত