নাটোর প্রতিনিধি
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর থেকে দুই ট্রাকভর্তি ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ধানের মালিক আবু বকরের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।
এ সময় ধানের মালিক ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধানের মালিক আবু বক্কর বলেন, ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন।
সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর থেকে দুই ট্রাকভর্তি ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ধানের মালিক আবু বকরের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।
এ সময় ধানের মালিক ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধানের মালিক আবু বক্কর বলেন, ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন।
সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।
রাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
১৬ মিনিট আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
৩১ মিনিট আগেবৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইদন মিয়া। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে।
১ ঘণ্টা আগে