নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৩)। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত দুজনই সিংড়া উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে মো. আজিজ ওই নারীর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করায় পাঁচ দিন পর ১৮ মার্চ ওই নারী নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ।
নাটোরের সিংড়ায় বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৩)। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত দুজনই সিংড়া উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে মো. আজিজ ওই নারীর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করায় পাঁচ দিন পর ১৮ মার্চ ওই নারী নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ।
প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের ২৯টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৫টি জেলা উচ্চঝুঁকিতে এবং ২৪টি মাঝারি ঝুঁকিতে রয়েছে। কেবল গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ৮০টি মাজার বা দরগাহে হামলার ঘটনা ঘটেছে।
৫ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে এ সংঘর্ষ হয়।
১৩ মিনিট আগেচুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটি খুঁড়তে গিয়ে পিতলের কলসিভর্তি প্রাচীন মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি দোকান মেরামতের জন্য মাটি খোঁড়ার সময় কলসিটি পাওয়া যায়।
২৬ মিনিট আগেবরগুনার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ২৩ জন, বেতাগীতে ৭ জন, বামনায় ৫ জন, পাথরঘাটায় ৯ ও তালতলীতে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৩০ মিনিট আগে