লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাটোরের লালপুরে পাঠ্যবইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ২০২৫ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার হলেও এখনো সব বই পায়নি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।
আজ রোববার লালপুর কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হানিফ আলী খান বলেন, ‘শিশু, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এই তিন ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার কম। তবে আমরা পুরোনো বই সংগ্রহ করে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া অনলাইন থেকে পিডিএফ প্রিন্ট করে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে।’
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের কোনো বই এখনো পাইনি। পিডিএফ কপিও নেই। ফলে সময়মতো সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
উধনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, সব শ্রেণির বই না পাওয়ায় শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। কবে বই পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা বলেন, বিলম্বে বই পাওয়ায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও শিক্ষকেরা শিক্ষকসহায়ক বই অনুযায়ী শ্রেণিতে পাঠদান করছেন। রোববার চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই সব বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে এই সময়ে সহশিক্ষা কার্যক্রমগুলো বেশি চলছে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কারাগারের ভেতরে প্রবেশ করে। এরপর বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
২ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদে চাকরি পেয়েছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
৩৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে নির্বাচন করবেন আইয়ুবুর রহমান তৌফিক। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর
২ ঘণ্টা আগে