বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পাঁচজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোনাইল ও বিকেলে পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জোনাইল ইউনিয়নের চর গোপিন্দপুর গ্রামের মোহন আলী (২৫), নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া আবুল হোসেন (৩২), তপু (২৮), তুৎফুল আলী (৩০) ও আলী হোসেন (৩৬)।
মোহন আলী বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। আমাকে গতকাল বুধবার রাত ১২টার সময় আক্তার আলী নামের এক ব্যক্তি নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেন। আমি অস্বীকৃতি করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
মোহন আলী আরও বলেন, ‘আমি আজ সকালে জোনাইল বাজারের কেতাবের দোকানে বাজার করতে ছিলাম। পেছন থেকে চৌমুন গ্রামের ফরিদ হোসেন (৪০), চামটা গ্রামের আক্তার হোসেন (৩৮), দিঘইর গ্রামের নান্নু হোসেন (৩০) এসে আমাকে মারধর শুরু করে। তারা সবাই নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
বড়গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী আজকের পত্রিকাকে বলেন, মোহন আলীর শরীরে আঘাতে চিহ্ন দেখা গেছে। তবে বড় ধরনের জখম নেই। চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আলী হোসেন বলেন, ‘বিকেলে আমিসহ আরও দুজন পাঁচবাড়িয়া এলাকা আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিলাম। নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল হালিম এসে আমাকে মারধর করে। আমাদের কাছ থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ও পুড়িয়ে দেয়।’
অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, ‘আমি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নাই। কে বা কাহারা তাঁকে মারধর করছে, আমার তা জানা নাই।’
আলিমুদ্দিন বলেন, ‘তারা পোস্টার সাঁটাবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলেন আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পাঁচজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোনাইল ও বিকেলে পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জোনাইল ইউনিয়নের চর গোপিন্দপুর গ্রামের মোহন আলী (২৫), নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া আবুল হোসেন (৩২), তপু (২৮), তুৎফুল আলী (৩০) ও আলী হোসেন (৩৬)।
মোহন আলী বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। আমাকে গতকাল বুধবার রাত ১২টার সময় আক্তার আলী নামের এক ব্যক্তি নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেন। আমি অস্বীকৃতি করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
মোহন আলী আরও বলেন, ‘আমি আজ সকালে জোনাইল বাজারের কেতাবের দোকানে বাজার করতে ছিলাম। পেছন থেকে চৌমুন গ্রামের ফরিদ হোসেন (৪০), চামটা গ্রামের আক্তার হোসেন (৩৮), দিঘইর গ্রামের নান্নু হোসেন (৩০) এসে আমাকে মারধর শুরু করে। তারা সবাই নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
বড়গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী আজকের পত্রিকাকে বলেন, মোহন আলীর শরীরে আঘাতে চিহ্ন দেখা গেছে। তবে বড় ধরনের জখম নেই। চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আলী হোসেন বলেন, ‘বিকেলে আমিসহ আরও দুজন পাঁচবাড়িয়া এলাকা আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিলাম। নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল হালিম এসে আমাকে মারধর করে। আমাদের কাছ থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ও পুড়িয়ে দেয়।’
অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, ‘আমি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নাই। কে বা কাহারা তাঁকে মারধর করছে, আমার তা জানা নাই।’
আলিমুদ্দিন বলেন, ‘তারা পোস্টার সাঁটাবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলেন আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১০ ঘণ্টা আগে