নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’
এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’
এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
ট্রেনের যাত্রী কামরুল ইসলাম ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পরিবার নিয়ে থাকেন। তিনি বলেন- "এই দুধের বাচ্চা নিয়ে ৪-৫ ঘণ্টা বসে আছি৷ এই এলাকা চিনি না, পরিচিত কেউই নেই। আমার বাঁচ্চা অসুস্থ হয়ে পড়লে কোথায় যাব জানি না, আর কখন ট্রেন ছাড়বে তাও জানি না।"
৪১ মিনিট আগেলোমহর্ষক নির্যাতনের অভিযোগ তুলে ধরে বক্তারা আরও বলেন, ‘পাবনায় থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে গৌতম। তার নাম শুনলেই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা তটস্থ থাকতেন। বিএনপি-জামায়াতকে নির্যাতনের পুরস্কার হিসেবে ২০১৮ সালে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছিল শেখ হাসিনা...
৪৪ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ রোববার ধনু নদের চরপাড়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই নির্বাচনের জন্য শপথ গ্রহণ করেছি, যা অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে কেউ...
২ ঘণ্টা আগে