নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার পর লাশ পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ৭ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেলে নিহত রাজনের বাবা ফাইজউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেন পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তার কৃতরা হলেন, এই এলাকার রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, মো. আইয়ুব আলী, নাজমুল, মো. সাদ্দাম, মো. উসমান গনি ও আব্দুর সোবহান।
পুলিশের এই কর্মকর্তা জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। ১০ আসামির মধ্যে ৭ আসামিকে গতকাল রাত থেকে আস সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি এরশাদ ওরফে খুকু, নুরুল হক ও সুমন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী নিহত রাজনের বাবা মামলার বিবরণে উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা তাঁর ছেলে রাজন ও ছেলের বন্ধু ইয়াছিনকে বিনা দোষে আটক করেন। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে রাজনের মরদেহ বাড়ির পাশের টেক্সটাইলের একটি পরিত্যক্ত ছোট ভাঙা ঘরের ভেতর প্লাস্টিকের ত্রিপাল দিয়ে লুকিয়ে রাখেন। পরে পুলিশ গিয়ে রাজনের মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত (রোববার ভোর) রাত ৩টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় সোবহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক দুই কিশোর রাজন মিয়া (১৫) ও ইয়াছিন মিয়াকে (১৬) আটক করে বাড়ির লোকজন। পরে তাদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তার লাশ পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে। এ সময় আহত ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান।
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার পর লাশ পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ৭ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেলে নিহত রাজনের বাবা ফাইজউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেন পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তার কৃতরা হলেন, এই এলাকার রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, মো. আইয়ুব আলী, নাজমুল, মো. সাদ্দাম, মো. উসমান গনি ও আব্দুর সোবহান।
পুলিশের এই কর্মকর্তা জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। ১০ আসামির মধ্যে ৭ আসামিকে গতকাল রাত থেকে আস সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি এরশাদ ওরফে খুকু, নুরুল হক ও সুমন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী নিহত রাজনের বাবা মামলার বিবরণে উল্লেখ করেন, উল্লেখিত আসামিরা তাঁর ছেলে রাজন ও ছেলের বন্ধু ইয়াছিনকে বিনা দোষে আটক করেন। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে রাজনের মরদেহ বাড়ির পাশের টেক্সটাইলের একটি পরিত্যক্ত ছোট ভাঙা ঘরের ভেতর প্লাস্টিকের ত্রিপাল দিয়ে লুকিয়ে রাখেন। পরে পুলিশ গিয়ে রাজনের মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত (রোববার ভোর) রাত ৩টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় সোবহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক দুই কিশোর রাজন মিয়া (১৫) ও ইয়াছিন মিয়াকে (১৬) আটক করে বাড়ির লোকজন। পরে তাদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তার লাশ পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে। এ সময় আহত ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান।
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
১ ঘণ্টা আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
২ ঘণ্টা আগেচাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে নদীর তীর রক্ষার জন্য ৫ কোটি টাকায় নির্মিত বাঁধ এক মাসও টেকেনি। উপজেলার চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত নদীতীর প্রতিরক্ষা কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ধসে পড়েছে।
২ ঘণ্টা আগে