Ajker Patrika

নরসিংদীতে করোনা ও উপসর্গে দুজনের মৃত্যু, শনাক্ত ২৬২

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে করোনা ও উপসর্গে দুজনের মৃত্যু, শনাক্ত ২৬২

নরসিংদীতে একদিনে করোনায় ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২৬২ জন। আজ রোববার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪০৩ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০০টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৮ জন ও ২৫২ জনের আরটিপিসিআর পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩৫ শতাংশ।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১১০ জন, রায়পুরায় ২৯ জন, বেলাবতে ৩১ জন, মনোহরদীতে ১৫ জন, শিবপুরে ৫৯ জন ও পলাশে ১৮ জন। 

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ১১৯ জন, শিবপুরে ৮৩১ জন, পলাশে ১ হাজার ১৯৪ জন, মনোহরদীতে ৩৮৫ জন, বেলাবতে ৪৫৮ জন ও রায়পুরাতে ৪১৬ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮১ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজর ১৬ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭২ জন। এর মধ্যে নরসিংদীর সদরে ৩৪ জন, পলাশে ৭ জন, বেলাবতে ৭ জন, রায়পুরায় ৯ জন, মনোহরদীতে ৬ জন ও শিবপুরে ৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত