নারায়ণগঞ্জ ও ঢামেক প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে রান্নার গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে নিহত হয়েছেন একই বাসার কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। চিকিৎসাধীন আছেন নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও চায়না আক্তারের স্বামী সোহান তালুকদার (৪৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সোহানের শরীর শতভাগ ও হাসিনা মমতাজ ৫৫ ভাগ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও চায়না মারা যান। বাকি দুজনের অবস্থা সংকটাপন্ন।’
নিপার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন নিপা ওই বাসায় সাবলেট থাকতেন। সেখানে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। আমি ও আমার মা হাসিনা মমতাজ শুক্রবার সন্ধ্যায় বোনের বাসায় বেড়াতে যাই। রাতের খাবার শেষে আমি ফিরলেও আমার মা থেকে যান। রাতে বাসায় ফিরেই শুনি বিস্ফোরণ ঘটেছে।’
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘মধ্যরাতে আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ফ্ল্যাট মূলত যৌথভাবে ভাড়া দিয়ে থাকতেন বাসিন্দারা। তাঁরা একই রান্নাঘরে রান্না করতেন। রান্নাঘরটিতে সিলিন্ডার ও তিতাস গ্যাসের সংযোগ আছে। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত রান্না শেষে চুলা বন্ধ না করায় বদ্ধ ঘরে গ্যাস জমে। এরপর বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের তিনটি কক্ষের আসবাব পুড়ে ও বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কক্ষগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার কাচের টুকরা। তবে ফ্ল্যাটের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঢামেক সূত্রে আমরা জেনেছি, বিস্ফোরণে দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে রান্নার গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে নিহত হয়েছেন একই বাসার কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। চিকিৎসাধীন আছেন নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও চায়না আক্তারের স্বামী সোহান তালুকদার (৪৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সোহানের শরীর শতভাগ ও হাসিনা মমতাজ ৫৫ ভাগ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও চায়না মারা যান। বাকি দুজনের অবস্থা সংকটাপন্ন।’
নিপার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন নিপা ওই বাসায় সাবলেট থাকতেন। সেখানে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। আমি ও আমার মা হাসিনা মমতাজ শুক্রবার সন্ধ্যায় বোনের বাসায় বেড়াতে যাই। রাতের খাবার শেষে আমি ফিরলেও আমার মা থেকে যান। রাতে বাসায় ফিরেই শুনি বিস্ফোরণ ঘটেছে।’
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘মধ্যরাতে আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ফ্ল্যাট মূলত যৌথভাবে ভাড়া দিয়ে থাকতেন বাসিন্দারা। তাঁরা একই রান্নাঘরে রান্না করতেন। রান্নাঘরটিতে সিলিন্ডার ও তিতাস গ্যাসের সংযোগ আছে। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত রান্না শেষে চুলা বন্ধ না করায় বদ্ধ ঘরে গ্যাস জমে। এরপর বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের তিনটি কক্ষের আসবাব পুড়ে ও বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কক্ষগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার কাচের টুকরা। তবে ফ্ল্যাটের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঢামেক সূত্রে আমরা জেনেছি, বিস্ফোরণে দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৩। এ সময় মোতায়েন থাকবে রোবাস্ট টহল, বসবে চেকপোস্ট, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদে এক সংবাদ...
৪ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে ইজিবাইকের চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩-এর বিশেষ অভিযান শেষে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশের পরিত্যক্ত ফুলওয়ালা ক্যানটিনে।
২২ মিনিট আগেরাজধানীর দক্ষিণখান থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকছেদুর রহমান ওরফে মোকছেদুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
২৪ মিনিট আগে