Ajker Patrika

নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের ব্যানার ‘ঢেকে ফেলায়’ সুজনের উদ্বেগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের ব্যানার ‘ঢেকে ফেলায়’ সুজনের উদ্বেগ 

নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ প্রতিপাদ্য সংবলিত ব্যানার কালো কাপড়ে ‘ঢেকে ফেলতে বাধ্য করায়’ উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ বুধবার রাতে সংগঠনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে ধীমান সাহা জুয়েল বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাম্প্রতিক সময়ে প্রশাসন অতি উৎসাহী আচরণ করছে। এরই অংশ হিসেবে  শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ প্রতিপাদ্য সংবলিত ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে ফেলতে বাধ্য করা হয়েছে। আমরা মনে করি, একটি সাংস্কৃতিক সংগঠনের মত প্রকাশে অন্তরায় হয়েছে প্রশাসন। গণতান্ত্রিক রাষ্ট্রে এই আচরণ কোনভাবেই কাম্য নয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ উদ্বিগ্ন এবং বিষ্মিত। আমরা আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি থেকে পুলিশ প্রশাসন বিরত থাকবে এবং নাগরিকের মত প্রকাশসহ সব অধিকার বাস্তবায়নে সহায়তা করবে।’

উল্লেখ্য, গত একুশে ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জেলা সাংস্কৃতিক জোট। ব্যানারের স্লোগানে থাকা’ একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ এর কারণে আপত্তি জানায় প্রশাসন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা মিনারে উপস্থিত হয়ে ব্যানার খুলে নিতে বলে। পরে স্লোগানের ওপর কাপড় দিয়ে ঢেকে কর্মসূচী পালন করে সাংস্কৃতিক জোট।

কর্মসূচী চলাকালে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জোটের নেতারা। এক পর্যায়ে অনুষ্ঠানে অংশ নেওয়া কবিরা মুখে কালো কাপড় বেঁধে কবিতা পাঠ করেন। দীর্ঘদিন ধরে কর্মসূচী চালিয়ে আসা সাংস্কৃতিক জোটের কার্যক্রমে এমন হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন সাংস্কৃতিক নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...