নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে নিহত সুরুজের ছেলে মুন্না আহমেদ এ মামলা করেন। মামলায় সালাহউদ্দিন সালু ও আলাউদ্দিন হীরা নামের দুজনসহ ২১ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তাঁদের মধ্যে বাপ্পী ও জামাল নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। এ দিন বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
সুরুজ মিয়া সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। গত বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন চারজন। আহত ব্যক্তিরা হলেন সুরুজ মিয়ার দুই ছেলে জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০) এবং স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)।
নিহতের পরিবারের দাবি, সুরুজ মিয়ার সঙ্গে অটোরিকশা ও ইট বালুর ব্যবসা নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল। সালু ও হিরা সম্প্রতি স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তাদের কাছ থেকে ইট বালু সিমেন্ট নেওয়ার কথা জানায়। সেসময় ভবন মালিক সুরুজ মিয়াকে বিষয়টি জানালে তিনি তাদের দুজনকে শাসন করেন। এর জের ধরেই গত বৃহস্পতিবার সুরুজ মিয়ার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে নিহত সুরুজের ছেলে মুন্না আহমেদ এ মামলা করেন। মামলায় সালাহউদ্দিন সালু ও আলাউদ্দিন হীরা নামের দুজনসহ ২১ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তাঁদের মধ্যে বাপ্পী ও জামাল নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। এ দিন বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
সুরুজ মিয়া সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। গত বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন চারজন। আহত ব্যক্তিরা হলেন সুরুজ মিয়ার দুই ছেলে জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০) এবং স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)।
নিহতের পরিবারের দাবি, সুরুজ মিয়ার সঙ্গে অটোরিকশা ও ইট বালুর ব্যবসা নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল। সালু ও হিরা সম্প্রতি স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তাদের কাছ থেকে ইট বালু সিমেন্ট নেওয়ার কথা জানায়। সেসময় ভবন মালিক সুরুজ মিয়াকে বিষয়টি জানালে তিনি তাদের দুজনকে শাসন করেন। এর জের ধরেই গত বৃহস্পতিবার সুরুজ মিয়ার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গ্রহণ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন
৩০ মিনিট আগেমানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও তাঁর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
৩৯ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
১ ঘণ্টা আগে