নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় বেতন–বোনাসের দাবিতে শ্রমিকেরা এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আজ বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। তাতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সকালে কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে বেতন–বোনাসের বিষয়ে জানতে চান শ্রমিকেরা। এ সময় কারখানার হিসাব বিভাগ বেতন কবে দেওয়া হবে তা বলতে না পারায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
টোটাল ফ্যাশনের শ্রমিক ওসমান গনি বলেন, ‘সকালে বেতন–বোনাসের কথা জিজ্ঞাসা করার পর কারখানার কর্মকর্তারা কিছু বলতে পারেনি। আগেও বেতন–বোনাস নিয়ে গড়িমসি করেছে তারা। কয়েক দিন পর ঈদ, এখনো যদি বেতন না পাই, তাহলে আমরা কীভাবে কী করব?’
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন। পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমি সাড়ে ১১টার দিকে কারখানার সামনে গিয়ে দেখি শ্রমিকেরা
সড়ক বন্ধ করে রেখেছে। কথা বলে জানতে পারি, তারা গত মে মাসের বেতন ও ঈদের বোনাসের জন্য আন্দোলন করছে। কারখানার মালিকদের সঙ্গে আলাপ করার পর তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন–বোনাস পরিশোধ করে দেবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ করলেও কোনো ভাঙচুর বা সহিংসতা হয়নি। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, আজ বেতন ও আগামীকাল বোনাস পরিশোধ করবে।’
নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় বেতন–বোনাসের দাবিতে শ্রমিকেরা এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আজ বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। তাতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সকালে কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে বেতন–বোনাসের বিষয়ে জানতে চান শ্রমিকেরা। এ সময় কারখানার হিসাব বিভাগ বেতন কবে দেওয়া হবে তা বলতে না পারায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
টোটাল ফ্যাশনের শ্রমিক ওসমান গনি বলেন, ‘সকালে বেতন–বোনাসের কথা জিজ্ঞাসা করার পর কারখানার কর্মকর্তারা কিছু বলতে পারেনি। আগেও বেতন–বোনাস নিয়ে গড়িমসি করেছে তারা। কয়েক দিন পর ঈদ, এখনো যদি বেতন না পাই, তাহলে আমরা কীভাবে কী করব?’
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন। পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমি সাড়ে ১১টার দিকে কারখানার সামনে গিয়ে দেখি শ্রমিকেরা
সড়ক বন্ধ করে রেখেছে। কথা বলে জানতে পারি, তারা গত মে মাসের বেতন ও ঈদের বোনাসের জন্য আন্দোলন করছে। কারখানার মালিকদের সঙ্গে আলাপ করার পর তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন–বোনাস পরিশোধ করে দেবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ করলেও কোনো ভাঙচুর বা সহিংসতা হয়নি। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, আজ বেতন ও আগামীকাল বোনাস পরিশোধ করবে।’
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৫ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৫ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৬ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৭ ঘণ্টা আগে