নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের (৭৫) মরদেহ ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার গন্ধবাড়িয়া গ্রামের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শেখ আবু তালেব কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় শেখ আবু তালেব বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের মসজিদে মাইকিং করে আবু তালেবের নিখোঁজের বিষয়টি ঘোষণা করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে গন্ধবাড়িয়া গ্রামের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়াগাতী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃতের ভাতিজা মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাচ্চু বলেন, ‘আমার চাচাকে হত্যা করা হয়েছে। গত সোমবার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে আমার চাচার প্যানেল জয়লাভ করে। এরই জেরে পরাজিত প্রার্থীরা আমার চাচাকে হত্যা করেছে। এ ছাড়া আমার চাচার কোনো শত্রু নেই। আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ বিষয়ে মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক বলেন, ‘এর আগে গ্রাম্য কোনো কোন্দল ছিল না। তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েক দিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল গফুর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের (৭৫) মরদেহ ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার গন্ধবাড়িয়া গ্রামের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শেখ আবু তালেব কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় শেখ আবু তালেব বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের মসজিদে মাইকিং করে আবু তালেবের নিখোঁজের বিষয়টি ঘোষণা করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে গন্ধবাড়িয়া গ্রামের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়াগাতী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃতের ভাতিজা মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাচ্চু বলেন, ‘আমার চাচাকে হত্যা করা হয়েছে। গত সোমবার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে আমার চাচার প্যানেল জয়লাভ করে। এরই জেরে পরাজিত প্রার্থীরা আমার চাচাকে হত্যা করেছে। এ ছাড়া আমার চাচার কোনো শত্রু নেই। আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ বিষয়ে মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক বলেন, ‘এর আগে গ্রাম্য কোনো কোন্দল ছিল না। তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েক দিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল গফুর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
৩ ঘণ্টা আগে