ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জমি দখলের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতোয়ার হোসেনের বাড়ি আড়ানগর ইউনিয়নের বল্লা এলাকায়। আহতরা হলেন নিহত আতোয়ারের ছেলে আবুতাহের এবং একই এলাকার বাবুর স্ত্রী মনাক্কা, ছাকোয়াদ হোসেনের ছেলে মামুন হোসেন, মৃত আইজুল ইসলামের ছেলে ছাকোয়াদ হোসেন, ছাকোয়াদ হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, মৃত আছির উদ্দিনের ছেলে আবেদউদ্দীন, মৃত আছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক।
হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
অভিযোগের বিষয় জানতে আনোয়ার হাজির মোবাইলে ফোন নম্বরে কল দিয়ে সংযোগ বন্ধ পাওয়া যায়।
ওসি রাইসুল ইসলাম বলেন, পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর ধামইরহাটে জমি দখলের জেরে দুই পক্ষের সংঘর্ষে আতোয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতোয়ার হোসেনের বাড়ি আড়ানগর ইউনিয়নের বল্লা এলাকায়। আহতরা হলেন নিহত আতোয়ারের ছেলে আবুতাহের এবং একই এলাকার বাবুর স্ত্রী মনাক্কা, ছাকোয়াদ হোসেনের ছেলে মামুন হোসেন, মৃত আইজুল ইসলামের ছেলে ছাকোয়াদ হোসেন, ছাকোয়াদ হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, মৃত আছির উদ্দিনের ছেলে আবেদউদ্দীন, মৃত আছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক।
হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক সূত্রে পাওয়া আতোয়ার হোসেনের ৪৩ শতাংশ আনোয়ার হাজি কিনেছেন। এই জমি আতোয়ারের বাবা ওছির উদ্দীনের কাছ থেকে কিনেছেন বলে দাবি আনোয়ারের। ২০১৭ সাল থেকে এই জমি দখলে নেন আনোয়ার। ওই জমিতে আজ সকালে হালচাষের সময় আতোয়ার ও তাঁর লোকজন গিয়ে বাধা দেন। এ সময় আনোয়ার ১৫-২০ জন লোক নিয়ে এসে আবার জমির দখল নিতে গিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আতোয়ার নিহত ও সাতজন আহত হন।
আহত মনাক্কা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হাজির লোকজন লাঠি, কুড়াল, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার স্বামীসহ আরও কয়েকজনের ওপরে চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার স্বামীকে মাটিতে ফেলে কুড়াল দিয়ে আঘাত করছে। বাধা দিলে ওই কুড়াল আমার মাথায় লাগলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে পড়ে যাই।
অভিযোগের বিষয় জানতে আনোয়ার হাজির মোবাইলে ফোন নম্বরে কল দিয়ে সংযোগ বন্ধ পাওয়া যায়।
ওসি রাইসুল ইসলাম বলেন, পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩০ মিনিট আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে