নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরীর বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ এনেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। পাশাপাশি জেলা মহিলা দলের সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা।
মরিয়ম বেগম শেফা বলেন, নওগাঁ জেলা মহিলা দল অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী চক্রান্তের মাধ্যমে দলকে নিষ্ক্রিয় ও দুর্বল করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। উপজেলাগুলোয় কমিটি করতে গিয়ে পদবাণিজ্য করছেন তিনি। কমিটি করার ক্ষেত্রে দলের ত্যাগী নেতা–কর্মীদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।
অভিযোগ করা হয়, সভানেত্রী সীমা চৌধুরী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মতাদর্শের লোকজনকে কমিটিতে জায়গা দিয়েছেন। বিশেষ করে মান্দা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় অনিয়ম করে কমিটি গঠনের অভিযোগ করা হয়। পাশাপাশি সংগঠনটির সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুনকে অশিক্ষিত আখ্যা দেওয়া হয়। যার কারণে দলের সাংগঠনিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই দলকে বাঁচাতে নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা ও সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর নওগাঁ মহিলা দলকে সংগঠিত করার চেষ্টা করছি। উপজেলাগুলোয় দলের মধ্যে গ্রুপিং রয়েছে। সভা করতে গেলে একটি গ্রুপ আসলেও অন্য গ্রুপ অনুপস্থিত থাকে।’
সভানেত্রী আরও বলেন, ‘আমি বারবার চেষ্টা করেছি সব পক্ষকে একত্র করে সত্যিকারের রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে জায়গা করে দিতে। কিন্তু কেবল নিজেদের ভেদাভেদের কারণেই একত্রিত করা যায়নি।’
অর্থ লেনদেনের বিষয়ে সভানেত্রী বলেন, ‘আমি বড় ঘরের মেয়ে। পরিবার থেকে কোনো দিনই পদবাণিজ্য শিখিনি। আর দলের এই সংকটাপন্ন মুহূর্তে অর্থ লেনদেনের প্রশ্নই আসে না।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি পারভীন বানু, সামিনা পারভীন পলি, মমতাজ বেগম, শবনম মোস্তারী কলি, সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, জামিলা আক্তার, শিক্ষাবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরীর বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ এনেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। পাশাপাশি জেলা মহিলা দলের সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা।
মরিয়ম বেগম শেফা বলেন, নওগাঁ জেলা মহিলা দল অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী চক্রান্তের মাধ্যমে দলকে নিষ্ক্রিয় ও দুর্বল করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। উপজেলাগুলোয় কমিটি করতে গিয়ে পদবাণিজ্য করছেন তিনি। কমিটি করার ক্ষেত্রে দলের ত্যাগী নেতা–কর্মীদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।
অভিযোগ করা হয়, সভানেত্রী সীমা চৌধুরী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মতাদর্শের লোকজনকে কমিটিতে জায়গা দিয়েছেন। বিশেষ করে মান্দা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় অনিয়ম করে কমিটি গঠনের অভিযোগ করা হয়। পাশাপাশি সংগঠনটির সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুনকে অশিক্ষিত আখ্যা দেওয়া হয়। যার কারণে দলের সাংগঠনিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই দলকে বাঁচাতে নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা ও সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর নওগাঁ মহিলা দলকে সংগঠিত করার চেষ্টা করছি। উপজেলাগুলোয় দলের মধ্যে গ্রুপিং রয়েছে। সভা করতে গেলে একটি গ্রুপ আসলেও অন্য গ্রুপ অনুপস্থিত থাকে।’
সভানেত্রী আরও বলেন, ‘আমি বারবার চেষ্টা করেছি সব পক্ষকে একত্র করে সত্যিকারের রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে জায়গা করে দিতে। কিন্তু কেবল নিজেদের ভেদাভেদের কারণেই একত্রিত করা যায়নি।’
অর্থ লেনদেনের বিষয়ে সভানেত্রী বলেন, ‘আমি বড় ঘরের মেয়ে। পরিবার থেকে কোনো দিনই পদবাণিজ্য শিখিনি। আর দলের এই সংকটাপন্ন মুহূর্তে অর্থ লেনদেনের প্রশ্নই আসে না।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি পারভীন বানু, সামিনা পারভীন পলি, মমতাজ বেগম, শবনম মোস্তারী কলি, সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, জামিলা আক্তার, শিক্ষাবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনশনরত সজিবুর রহমান বলেন,‘আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পোষ্যকোটা বাতিল করেছিলাম। অথচ রাকসুর আমেজে সবাই ব্যস্ত থাকায় প্রশাসন আবারও পোষ্যকোটা পুনর্বহাল করেছে। তাঁরা মূলত রাকসুকে জিম্মি করে এ সিদ্ধান্ত নিয়েছে। যদি তাঁরা পোষ্যকোটা বাতিল করে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ...
১ মিনিট আগেচুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেলে মাহবুবুর রহমান মাসুম (৪৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শহরের পৌরসভা মোড়ের ওই হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে যে একটি পাচারকারী চক্র বাংলাদেশি খাদ্যপণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য আমদানি করবে। এই তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে কোস্টগার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ফিশিং বোটে...
৪৪ মিনিট আগেফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
১ ঘণ্টা আগে