নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ করাসহ বেশ কিছু অভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামি দল। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উভয়...
২৪ মিনিট আগেসুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু।
১ ঘণ্টা আগে