নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় গত এক বছরে ১৫০ নারী নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ও মাদক সেবনে বাধা দেওয়া, সন্তান না হওয়াসহ বেশ কিছু কারণে এসব ঘটনা ঘটেছে।
আজ শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শহরের মাস্টারপাড়ায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা পারভীন আক্তার বলেন, গত এক বছরে (২০২২ সালের ২২ নভেম্বর থেকে চলতি বছর ২৩ নভেম্বর পর্যন্ত) নওগাঁ জেলার ১৫০ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নারী শিকার হয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে থেকে যৌতুকের জন্য, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জের, মাদক সেবনে বাধা দেওয়া, সন্তান না হওয়াসহ বেশ কিছু কারণে নির্যাতনের ঘটনা ঘটেছে।
অভিযোগ পেয়ে মহিলা পরিষদের প্রচেষ্টায় ৩৫টি বিবাদ নিষ্পত্তি করা হয়েছে। বেশ কিছু মামলা আদালতে বিচারাধীন। নানা সীমাবদ্ধতার কারণে অনেক অভিযোগের শেষ পর্যন্ত সুরাহা করা সম্ভব হয় না। তারপরও সব অভিযোগ গুরুত্বসহকারে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
লিগ্যাল এইড সম্পাদক মমতাজ বেগম বলেন, গত পাঁচ দশকে আর্থসামাজিক উন্নয়নে নারীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অথচ তাঁদের মানবাধিকার এখনো অর্জিত হয়নি। তাঁদের আরও বেশি সচেতন হতে হবে। নারীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরণি হোক সবার জন্য নিরাপদ বাসগ্রহ। কেউ যেন নির্যাতনের শিকার না হয় সে জন্য যে যার পর্যায়ে থেকে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার সহসভাপতি সিদ্দিকা খাতুন, আন্দোলন সম্পাদিকা পারভীন রেজা, প্রশিক্ষণ সম্পাদিকা মনোয়ারা বেগম, ব্রাঞ্চ এক্সিকিউটিভ তনিমা মাহমুদ প্রমুখ।
নওগাঁয় গত এক বছরে ১৫০ নারী নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ও মাদক সেবনে বাধা দেওয়া, সন্তান না হওয়াসহ বেশ কিছু কারণে এসব ঘটনা ঘটেছে।
আজ শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শহরের মাস্টারপাড়ায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা পারভীন আক্তার বলেন, গত এক বছরে (২০২২ সালের ২২ নভেম্বর থেকে চলতি বছর ২৩ নভেম্বর পর্যন্ত) নওগাঁ জেলার ১৫০ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নারী শিকার হয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে থেকে যৌতুকের জন্য, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জের, মাদক সেবনে বাধা দেওয়া, সন্তান না হওয়াসহ বেশ কিছু কারণে নির্যাতনের ঘটনা ঘটেছে।
অভিযোগ পেয়ে মহিলা পরিষদের প্রচেষ্টায় ৩৫টি বিবাদ নিষ্পত্তি করা হয়েছে। বেশ কিছু মামলা আদালতে বিচারাধীন। নানা সীমাবদ্ধতার কারণে অনেক অভিযোগের শেষ পর্যন্ত সুরাহা করা সম্ভব হয় না। তারপরও সব অভিযোগ গুরুত্বসহকারে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
লিগ্যাল এইড সম্পাদক মমতাজ বেগম বলেন, গত পাঁচ দশকে আর্থসামাজিক উন্নয়নে নারীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অথচ তাঁদের মানবাধিকার এখনো অর্জিত হয়নি। তাঁদের আরও বেশি সচেতন হতে হবে। নারীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরণি হোক সবার জন্য নিরাপদ বাসগ্রহ। কেউ যেন নির্যাতনের শিকার না হয় সে জন্য যে যার পর্যায়ে থেকে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার সহসভাপতি সিদ্দিকা খাতুন, আন্দোলন সম্পাদিকা পারভীন রেজা, প্রশিক্ষণ সম্পাদিকা মনোয়ারা বেগম, ব্রাঞ্চ এক্সিকিউটিভ তনিমা মাহমুদ প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৫ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৫ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৬ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে