মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সুমন হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুমন হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাবুল হোসেন সরদারের ছেলে। মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা দুই ভাই নানি সাহেরা বিবির কাছে প্রতিপালিত হয়ে আসছিল। সুমন পেশায় নির্মাণশ্রমিক ছিল। নানির বসতভিটায় ইটের বাড়ি নির্মাণ করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে।
সুমন হোসেনের মা সেলিনা বিবি বলেন, ‘প্রায় ১০ বছর আগে প্রথম স্বামী বাবুল সরদারের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর দুটি ছেলে সন্তান নিয়ে আমি মায়ের বাড়িতে বসবাস করছিলাম। পরবর্তীতে আমার দ্বিতীয় বিয়ে হয়। সেই থেকে মা সাহেরা বিবি আমার দুই সন্তানকে লালন-পালন করছিলেন।’
সেলিনা বিবি আরও বলেন, ‘মায়ের বসতভিটার মাটির বাড়ি ভেঙে সেখানে ইটের বাড়ি নির্মাণ করছিল ছেলে সুমন হোসেন ও সেলিম হোসেন। এ কাজ করতে গিয়ে সুমন ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণের কিস্তির টাকার চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’
মৃত সুমনের নারী সাহেরা বিবি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কাজ শেষে সুমন বাড়ি আসে। এ সময় তাকে রাতের খাবারের কথা বললে পরে খাব জানিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনের ঋণগ্রস্ত হওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নওগাঁর মান্দায় বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সুমন হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুমন হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাবুল হোসেন সরদারের ছেলে। মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা দুই ভাই নানি সাহেরা বিবির কাছে প্রতিপালিত হয়ে আসছিল। সুমন পেশায় নির্মাণশ্রমিক ছিল। নানির বসতভিটায় ইটের বাড়ি নির্মাণ করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে।
সুমন হোসেনের মা সেলিনা বিবি বলেন, ‘প্রায় ১০ বছর আগে প্রথম স্বামী বাবুল সরদারের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর দুটি ছেলে সন্তান নিয়ে আমি মায়ের বাড়িতে বসবাস করছিলাম। পরবর্তীতে আমার দ্বিতীয় বিয়ে হয়। সেই থেকে মা সাহেরা বিবি আমার দুই সন্তানকে লালন-পালন করছিলেন।’
সেলিনা বিবি আরও বলেন, ‘মায়ের বসতভিটার মাটির বাড়ি ভেঙে সেখানে ইটের বাড়ি নির্মাণ করছিল ছেলে সুমন হোসেন ও সেলিম হোসেন। এ কাজ করতে গিয়ে সুমন ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণের কিস্তির টাকার চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’
মৃত সুমনের নারী সাহেরা বিবি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কাজ শেষে সুমন বাড়ি আসে। এ সময় তাকে রাতের খাবারের কথা বললে পরে খাব জানিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনের ঋণগ্রস্ত হওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছুরিকাঘাতে রহমান মিয়া (২৮) নামের এক চা-দোকানি খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী জানায়, রহমান মিয়া ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।
১ মিনিট আগেকুমিল্লার হোমনা উপজেলায় থাকা ১০টি মাজারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আছাদপুর গ্রামে মাজারে হামলা ও বাড়িতে আগুনের ঘটনার পর এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আজ শনিবার দুপুরে মাজারগুলোতে পুলিশ সদস্যদের পাহারায় থাকতে দেখা যায়। গতকাল শুক্রবার বিকেল এই পাহারা শুরু হয়েছে।
৪ মিনিট আগেবান্দরবানের রোয়াংছড়িতে টমটমচালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গ্রেপ্তার যুবক হলেন রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩)। পুলিশ বলছে, পাওয়া ৩৫ হাজার টাকা না দেওয়ায় অমন্তকে হত্যা করেন রাজন্ত।
২১ মিনিট আগেপ্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের ২৯টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৫টি জেলা উচ্চঝুঁকিতে এবং ২৪টি মাঝারি ঝুঁকিতে রয়েছে। কেবল গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ৮০টি মাজার বা দরগাহে হামলার ঘটনা ঘটেছে।
৩৪ মিনিট আগে