রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
‘মানুষের কাছে টাকা নাই, আগের মতো ভিক্ষা দেয় না। আগে সারা দিনে আড়াই শ-তিন শ টাকা পাইতাম। এখন এক -দেড় শ টাকাই পাওয়া যায় না।’ কথাগুলো বলেন মজিদা বেওয়া (৬৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামের মৃত ময়েজ শেখের মেয়ে।
উপজেলার আবারপুকুর বাজারের রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন মজিদা বেওয়া। এগিয়ে গিয়ে কুশলাদি জানতে চাইলে তিনি বলেন, ‘চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে বাজার হয় না বাপো। সারা দিনে যে রোজগার হয় তা দিয়ে বাজারসদা করার পর ওষুধ কিনা এত আর কুলানা যাচ্ছে না।’ এসব কথা বলতে বলতে তাঁর দুচোখ দিয়ে পানি ঝরছিল।
মজিদা বেওয়া বলেন, রাজশাহীর পুঠিয়ায় সতিনের সঙ্গে বিয়ে হয়েছিল। কিছুদিন সংসার করার পর স্বামী-সতিনের সঙ্গে বনিবনা না হওয়ায় সাত মাসের সন্তান কোলে ৩৫ বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকেন। সন্তানের কথা ভেবে আর বিয়ে করেননি। ইচ্ছে ছিল সন্তানকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু অর্থের অভাবে সন্তানকে পড়ালেখা বেশি করাতে পারেননি।
ছেলে বড় হয়েছে। বিয়ে করেছে। জীবিকার তাগিদে নওগাঁয় একটি খাবারের হোটেলে শ্রমিকের কাজ করেন। কিন্তু হোটেল থেকে যে মজুরি পান, তা দিয়ে স্ত্রী-সন্তানসহ চারজনের সংসার চলে না। ফলে বাধ্য হয়ে মজিদা বেওয়া দুই বছর ধরে ভিক্ষায় নামেন।
তিনি বলেন, ‘বাবার যা সম্পত্তি ছিল ভাইয়েরা লিখে নিয়েছে। তাই বাবার বাড়িতেও আরর জায়গা হয়নি। বাবা-মা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে থাকি। দেড় বছর আগে ভিক্ষা করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে যায়। এখন কোনো রকমে চলাফেরা করি। সকাল হলেই পেটের দায়ে হাত-পায়ের ব্যথা নিয়েই ভিক্ষা করতে বের হই।’
মজিদা বেওয়া বলেন, ‘যেই টাকা পাই, তা দিয়া চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য বাজার হয় না।’
তিনি আরও বলেন, ‘সরকারিভাবে নাকি ভিক্ষুকদের সাহায্য করে। কিন্তু আমাকে কেউ কিছু দেয়নি। কয়েক মাস আগে বয়স্ক ভাতার একটা কার্ড করে দিয়েছে। ওই টাকা দিয়ে ওষুধপত্র কিনতেই শেষ হয়ে যায়। এই বয়সে বাত-ব্যথা নিয়ে আর পারি না বাজান। তাই পেটের দায়ে বাধ্য হয়েই ঘর থেকে বের হতে হয়।’
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন বলেন, উপজেলায় অনেক ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আবারও একটি তালিকা করা হচ্ছে। তাঁকেও পুনর্বাসনের আওতায় আনা হবে।
‘মানুষের কাছে টাকা নাই, আগের মতো ভিক্ষা দেয় না। আগে সারা দিনে আড়াই শ-তিন শ টাকা পাইতাম। এখন এক -দেড় শ টাকাই পাওয়া যায় না।’ কথাগুলো বলেন মজিদা বেওয়া (৬৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামের মৃত ময়েজ শেখের মেয়ে।
উপজেলার আবারপুকুর বাজারের রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন মজিদা বেওয়া। এগিয়ে গিয়ে কুশলাদি জানতে চাইলে তিনি বলেন, ‘চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে বাজার হয় না বাপো। সারা দিনে যে রোজগার হয় তা দিয়ে বাজারসদা করার পর ওষুধ কিনা এত আর কুলানা যাচ্ছে না।’ এসব কথা বলতে বলতে তাঁর দুচোখ দিয়ে পানি ঝরছিল।
মজিদা বেওয়া বলেন, রাজশাহীর পুঠিয়ায় সতিনের সঙ্গে বিয়ে হয়েছিল। কিছুদিন সংসার করার পর স্বামী-সতিনের সঙ্গে বনিবনা না হওয়ায় সাত মাসের সন্তান কোলে ৩৫ বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকেন। সন্তানের কথা ভেবে আর বিয়ে করেননি। ইচ্ছে ছিল সন্তানকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু অর্থের অভাবে সন্তানকে পড়ালেখা বেশি করাতে পারেননি।
ছেলে বড় হয়েছে। বিয়ে করেছে। জীবিকার তাগিদে নওগাঁয় একটি খাবারের হোটেলে শ্রমিকের কাজ করেন। কিন্তু হোটেল থেকে যে মজুরি পান, তা দিয়ে স্ত্রী-সন্তানসহ চারজনের সংসার চলে না। ফলে বাধ্য হয়ে মজিদা বেওয়া দুই বছর ধরে ভিক্ষায় নামেন।
তিনি বলেন, ‘বাবার যা সম্পত্তি ছিল ভাইয়েরা লিখে নিয়েছে। তাই বাবার বাড়িতেও আরর জায়গা হয়নি। বাবা-মা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে থাকি। দেড় বছর আগে ভিক্ষা করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে যায়। এখন কোনো রকমে চলাফেরা করি। সকাল হলেই পেটের দায়ে হাত-পায়ের ব্যথা নিয়েই ভিক্ষা করতে বের হই।’
মজিদা বেওয়া বলেন, ‘যেই টাকা পাই, তা দিয়া চাল কিনলে ডাল হয় না, ডাল কিনলে তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য বাজার হয় না।’
তিনি আরও বলেন, ‘সরকারিভাবে নাকি ভিক্ষুকদের সাহায্য করে। কিন্তু আমাকে কেউ কিছু দেয়নি। কয়েক মাস আগে বয়স্ক ভাতার একটা কার্ড করে দিয়েছে। ওই টাকা দিয়ে ওষুধপত্র কিনতেই শেষ হয়ে যায়। এই বয়সে বাত-ব্যথা নিয়ে আর পারি না বাজান। তাই পেটের দায়ে বাধ্য হয়েই ঘর থেকে বের হতে হয়।’
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন বলেন, উপজেলায় অনেক ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আবারও একটি তালিকা করা হচ্ছে। তাঁকেও পুনর্বাসনের আওতায় আনা হবে।
নীলফামারীর ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
১৯ মিনিট আগেতিনি বলেন, বঙ্গোপসাগরের তীরে ৯টি খরস্রোতা নদীবেষ্টিত বরগুনা জেলাকে সংসদীয় আসন পুনর্বিন্যাসে বঞ্চিত করা হয়েছে। আগে তিনটি আসন থাকলেও বর্তমানে বরগুনায় দুটি আসন রয়েছে। এতে স্থানীয়রা জাতীয় সংসদে যথাযথ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।
২৩ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুর উপজেলায় লোকালয়ে প্রায় ১০ দিন ধরে ছুটে বেড়াচ্ছে একটি দলছুট হনুমান। তাকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই দিন আগেও পৌর এলাকার শালঘরিয়ায় ছিল হনুমানটি। এখন আবার চলে এসেছে দেবীপুর গ্রামে। এর আগেও অনেক গ্রামে দেখা গেছে এ হনুমানটিকে।
২৯ মিনিট আগেসাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে আজ শনিবার বেলা ১১টা থেকে জেলার পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মেরামত শেষে বেলা ৩টার দিকে সাতক্ষীরা পৌরসভার আংশিক এবং বিভিন্ন উপজেলায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল হয়। পরে বিকেল ৫টার দিকে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ
১ ঘণ্টা আগে