নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদারের ছেলেসহ ঘটনাস্থলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বসে ছিলেন। মূলত তাঁদের লক্ষ্য করে এই ককটেল নিক্ষেপ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও আ. লীগ নেতারা জানান, সন্ধ্যার দিকে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য সাকলাইন মাহমুদ রকি, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন এসে তাঁদের লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেলগুলো পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে কারও কোনো ক্ষতি হয়নি। ককটেলের শব্দে আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ দিকে, ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করে।
এ ঘটনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল গিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদারের ছেলেসহ ঘটনাস্থলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বসে ছিলেন। মূলত তাঁদের লক্ষ্য করে এই ককটেল নিক্ষেপ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও আ. লীগ নেতারা জানান, সন্ধ্যার দিকে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য সাকলাইন মাহমুদ রকি, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন এসে তাঁদের লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেলগুলো পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফলে কারও কোনো ক্ষতি হয়নি। ককটেলের শব্দে আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ দিকে, ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করে।
এ ঘটনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অজ্ঞাত কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল গিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
৮ মিনিট আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
১ ঘণ্টা আগেচাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে নদীর তীর রক্ষার জন্য ৫ কোটি টাকায় নির্মিত বাঁধ এক মাসও টেকেনি। উপজেলার চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত নদীতীর প্রতিরক্ষা কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ধসে পড়েছে।
১ ঘণ্টা আগে