Ajker Patrika

ঢাকা-ময়মনসিংহ রুটে সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৪: ১৮
ঢাকা-ময়মনসিংহ রুটে সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ট্রেনের তিনটি বগি গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনে পৌঁছায় ৮টা ৩৫ মিনিটে। সেখান থেকে ঢাকার দিকে যাওয়ার পথে কিছু দূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় লাইনচ্যুত হয়েও বগিগুলো প্রায় ৪০০ মিটার যায়। তাতে রেললাইনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বগি উদ্ধার করে ভোর ৫টার দিকে ট্রেনের বাকি ছয় বগিও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে ময়মনসিংহ জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা ময়মনসিংহ জংশনে এবং গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, লাইনচ্যুত হওয়ার পরও ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। তাতে লাইনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। মেরামত করতে সময় লেগেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফাতেমানগর স্টেশন মাস্টার আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত