Ajker Patrika

নান্দাইলে হাইত উৎসবে মাছ শিকারিদের ঢল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১০
নান্দাইলে হাইত উৎসবে মাছ শিকারিদের ঢল

ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়। 

হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন। 

এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়। 

আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস। 

হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’ 

হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’ 

নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত