কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নিজ সন্তানকে হত্যার দায়ে মোসা. আছমা আক্তারের (৩৬) ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামির মা মনোয়ারা আদালতের বারান্দায় লুটিয়ে পড়েন। এ সময় মামলার বাদী ও আসামির বাবা ছেলেকে ফোন দিয়ে বলেন, ‘তোর বোনের ফাঁসি হইছে, সবাইকে জানিয়ে দে।’
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. আছমা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা মো. সুরুজ মিয়ার মেয়ে। আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী এম এ আফজল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নাটোরের আশরাফ উদ্দিনের সঙ্গে আছমা আক্তারের প্রেম করে বিয়ে হয়। ২০১০ সালে শিউলী আক্তার মায়া নামে তাঁদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। ২০১৩ সালে আছমার স্বামী আশরাফ উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে আছমা তাঁর মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। ২০১৭ সালে আছমা গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা আব্দুল কাদেরের সঙ্গে বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের পরও আছমা তাঁর মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। শিউলী আক্তার মায়া স্থানীয় একটি কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়ত।
এদিকে আছমার স্বামী আব্দুল কাদের ১০-১৫ দিন পরপর শ্বশুরবাড়ি এসে তিন-চার দিন থাকতেন। আছমা তাঁর মেয়েকে নিয়ে মাঝেমধ্যে আব্দুল কাদেরের বাড়ি বেড়াতে যেতেন। সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো। এ কারণে দুই বছর আব্দুল কাদের শ্বশুরবাড়ি আসেননি। তবে আছমা মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি যাতায়াত করতেন। হঠাৎ একদিন আছমা স্বামীর বাড়ি থেকে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন।
২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি ভাইয়ের শাশুড়ি তাঁদের বাড়িতে এলে ঘরে ঢুকতে বাধা দেন আছমা। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয়। পরদিন সকালে তাঁর ১০ বছর বয়সী মেয়ে শিউলী আক্তার মায়াকে স্কুল থেকে ডেকে এনে জোর করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ান। পরে গলায় এয়ারফোনের তার পেঁচিয়ে তিনি মেয়েকে হত্যা করেন।
এ ঘটনায় ওই রাতেই আছমার বাবা সুরুজ মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আছমাকে একমাত্র আসামি হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি আইনজীবী এম এ আফজাল। আসামি পক্ষে ছিলেন সাইফুল ইসলাম পলাশ।
মামলার রায় শুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছমা আক্তারের বাবা মামলার বাদী মো. সুরুজ মিয়া বলেন, ‘নাতনিকে হত্যার দায়ে আমার মেয়ের ফাঁসি হয়েছে। আমি এ বিচারে সন্তুষ্ট।’
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) এম এ আফজাল বলেন, ‘এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালতের রায়ে মানুষের আস্থা বাড়বে।’
কিশোরগঞ্জে নিজ সন্তানকে হত্যার দায়ে মোসা. আছমা আক্তারের (৩৬) ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামির মা মনোয়ারা আদালতের বারান্দায় লুটিয়ে পড়েন। এ সময় মামলার বাদী ও আসামির বাবা ছেলেকে ফোন দিয়ে বলেন, ‘তোর বোনের ফাঁসি হইছে, সবাইকে জানিয়ে দে।’
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. আছমা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা মো. সুরুজ মিয়ার মেয়ে। আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী এম এ আফজল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নাটোরের আশরাফ উদ্দিনের সঙ্গে আছমা আক্তারের প্রেম করে বিয়ে হয়। ২০১০ সালে শিউলী আক্তার মায়া নামে তাঁদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। ২০১৩ সালে আছমার স্বামী আশরাফ উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে আছমা তাঁর মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। ২০১৭ সালে আছমা গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা আব্দুল কাদেরের সঙ্গে বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের পরও আছমা তাঁর মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। শিউলী আক্তার মায়া স্থানীয় একটি কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়ত।
এদিকে আছমার স্বামী আব্দুল কাদের ১০-১৫ দিন পরপর শ্বশুরবাড়ি এসে তিন-চার দিন থাকতেন। আছমা তাঁর মেয়েকে নিয়ে মাঝেমধ্যে আব্দুল কাদেরের বাড়ি বেড়াতে যেতেন। সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো। এ কারণে দুই বছর আব্দুল কাদের শ্বশুরবাড়ি আসেননি। তবে আছমা মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি যাতায়াত করতেন। হঠাৎ একদিন আছমা স্বামীর বাড়ি থেকে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন।
২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি ভাইয়ের শাশুড়ি তাঁদের বাড়িতে এলে ঘরে ঢুকতে বাধা দেন আছমা। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয়। পরদিন সকালে তাঁর ১০ বছর বয়সী মেয়ে শিউলী আক্তার মায়াকে স্কুল থেকে ডেকে এনে জোর করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ান। পরে গলায় এয়ারফোনের তার পেঁচিয়ে তিনি মেয়েকে হত্যা করেন।
এ ঘটনায় ওই রাতেই আছমার বাবা সুরুজ মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আছমাকে একমাত্র আসামি হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি আইনজীবী এম এ আফজাল। আসামি পক্ষে ছিলেন সাইফুল ইসলাম পলাশ।
মামলার রায় শুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছমা আক্তারের বাবা মামলার বাদী মো. সুরুজ মিয়া বলেন, ‘নাতনিকে হত্যার দায়ে আমার মেয়ের ফাঁসি হয়েছে। আমি এ বিচারে সন্তুষ্ট।’
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) এম এ আফজাল বলেন, ‘এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালতের রায়ে মানুষের আস্থা বাড়বে।’
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে