Ajker Patrika

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫: ৩৯
সেনাবাহিনীর হাতে আটক তিন যুবক। ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর হাতে আটক তিন যুবক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কুলিয়াটি গ্রামের কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণপাড়া গ্রামের ছোটন মিয়া (২০) ও দীপু (২৫)। তাঁদের মদন থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল আজ ভোরে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর বলেন, ‘খবর পেয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।’

এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত