Ajker Patrika

নিখোঁজ স্কুলছাত্র মারুফ চলে গিয়েছিল বরিশাল

ময়মনসিংহ প্রতিনিধি
নিখোঁজ স্কুলছাত্র মারুফ চলে গিয়েছিল বরিশাল

প্রাইভেট পড়তে গিয়ে উধাও হওয়ার দুদিন পর বাসায় ফিরেছে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৪)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মারুফ ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে লঞ্চে করে বরিশাল চলে গিয়েছিল। এরপর একইভাবে সে শনিবার দুপুরে বাসায় ফিরেও এসেছে। পরে তার বাবা থানায় এসে সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করে নিয়েছেন।

মারুফের বাবা রুহুল আমিন বলেন, ‘মারুফ কীভাবে সেখানে গিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না। সে বলেছে, লঞ্চে গিয়ে তার হুঁশ হয়েছে যে, সে লঞ্চে আছে। বরিশাল যাওয়ার পর সেভাবেই আবার ঢাকায় ফিরেছে। তার কাছে টাকা না থাকায় সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত হেঁটে এসেছে বলেও আমাদের জানিয়েছে মারুফ। তারপর ত্রিশাল পর্যন্ত এসে আমাকে কল দেয়, এর আগে আমাকে নাকি কল করতেও মনে ছিল না তার। তারপর আমি তাকে বাসায় নিয়ে আসি।’

রুহুল আমিন আরও বলেন, ‘বাসায় আসার পরও একবার সে অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে, সে খানিকটা মানসিক সমস্যায় ভুগছে। তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব।’

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় মারুফ। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাৎক্ষণিক আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেন মারুফের বাবা রুহুল আমিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত