গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী বধূকে (১৭) বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী (১২)। ওই কিশোরী প্রয়োজনে বান্ধবীর স্বামীকে বিয়ে করার দাবি জানিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে গৃহবধূর শ্বশুরবাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।
অনশনরত ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। সে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় থেকে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। অন্যদিকে কিশোরী বধূর বাবার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। গাজীপুরের শ্রীপুরে তার শ্বশুরবাড়ি।
অনশনরত ওই কিশোরী বলছে, ‘আমার সঙ্গে তার (গৃহবধূ) খুবই মধুর সম্পর্ক। আমি তাকে ছাড়া বাঁচব না। আগেই কথা ছিল, সব সময় আমরা দুজন একসঙ্গে থাকব। তার বিয়ে হয়েছে এরপর থেকে আমার খুবই খারাপ লাগছে। তাই বাধ্য হয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসছি। আমি আমার বান্ধবীকে ছেড়ে যাব না। প্রয়োজনে আমি তার স্বামীকে বিয়ে করব।’
কিশোরী বধূ বলছে, ‘আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, আমার ইচ্ছে ছিল না বিয়ে করতে। আমার মা–বাবা জোর করে বিয়ে দিছে, আমি স্বামীর সঙ্গে সংসার করব না।’
এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর চাচি শাশুড়ি বলেন, ‘সাত মাস আগে আমার ভাতিজাকে বিয়ে করানোর পর থেকে নানান সমস্যায় আছি। এক কিশোরীর সঙ্গে আমাদের পুত্রবধূর সমকামিতার কারণে সংসার ভেঙে যাওয়ার পথে। আজ দুপুর ১২টার দিকে ওই কিশোরী আমাদের বাড়িতে এসে আমাদের ছেলের বউকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে।’
গৃহবধূর শ্বশুর মাসুদ রানা বলেন, ‘আজ দুপুরের পর থেকে আমার বাড়িতে এসেছে এক কিশোরী। সে আমার ছেলের বউকে বিয়ে করতে চায়। আমার ছেলের বউও হাত কেটে তার ডায়েরিতে নানান গল্প লিখে রেখেছে।’
ওই কিশোরীর স্বামী বলেন, ‘বিয়ের সাত মাসেও সংসার বলতে কিছুই হয়নি। কেউ যেন এমন বিপদে না পড়ে! আমার স্ত্রী নিয়মিত তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আজ ওই মেয়ে এসে বাড়িতে উঠছে। সেও আমাকে বিয়ে করতে চায়।’
এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ওই বাড়িতে চলে যাই। গিয়ে দেখি এক কিশোরী ওই বাড়িতে এসে অবস্থান নিয়েছে।’
এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী বধূকে (১৭) বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী (১২)। ওই কিশোরী প্রয়োজনে বান্ধবীর স্বামীকে বিয়ে করার দাবি জানিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে গৃহবধূর শ্বশুরবাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।
অনশনরত ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। সে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় থেকে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। অন্যদিকে কিশোরী বধূর বাবার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। গাজীপুরের শ্রীপুরে তার শ্বশুরবাড়ি।
অনশনরত ওই কিশোরী বলছে, ‘আমার সঙ্গে তার (গৃহবধূ) খুবই মধুর সম্পর্ক। আমি তাকে ছাড়া বাঁচব না। আগেই কথা ছিল, সব সময় আমরা দুজন একসঙ্গে থাকব। তার বিয়ে হয়েছে এরপর থেকে আমার খুবই খারাপ লাগছে। তাই বাধ্য হয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসছি। আমি আমার বান্ধবীকে ছেড়ে যাব না। প্রয়োজনে আমি তার স্বামীকে বিয়ে করব।’
কিশোরী বধূ বলছে, ‘আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, আমার ইচ্ছে ছিল না বিয়ে করতে। আমার মা–বাবা জোর করে বিয়ে দিছে, আমি স্বামীর সঙ্গে সংসার করব না।’
এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর চাচি শাশুড়ি বলেন, ‘সাত মাস আগে আমার ভাতিজাকে বিয়ে করানোর পর থেকে নানান সমস্যায় আছি। এক কিশোরীর সঙ্গে আমাদের পুত্রবধূর সমকামিতার কারণে সংসার ভেঙে যাওয়ার পথে। আজ দুপুর ১২টার দিকে ওই কিশোরী আমাদের বাড়িতে এসে আমাদের ছেলের বউকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে।’
গৃহবধূর শ্বশুর মাসুদ রানা বলেন, ‘আজ দুপুরের পর থেকে আমার বাড়িতে এসেছে এক কিশোরী। সে আমার ছেলের বউকে বিয়ে করতে চায়। আমার ছেলের বউও হাত কেটে তার ডায়েরিতে নানান গল্প লিখে রেখেছে।’
ওই কিশোরীর স্বামী বলেন, ‘বিয়ের সাত মাসেও সংসার বলতে কিছুই হয়নি। কেউ যেন এমন বিপদে না পড়ে! আমার স্ত্রী নিয়মিত তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আজ ওই মেয়ে এসে বাড়িতে উঠছে। সেও আমাকে বিয়ে করতে চায়।’
এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ওই বাড়িতে চলে যাই। গিয়ে দেখি এক কিশোরী ওই বাড়িতে এসে অবস্থান নিয়েছে।’
এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে