Ajker Patrika

ময়মনসিংহে বিএনপির ৮৬ নেতা–কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৫ 

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির ৮৬ নেতা–কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৫ 

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের দিন পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের ৮৬ নেতা–কর্মীর নামে মামলা করা হয়েছে। আজ রোববার সকালে করা মামলায় পাঁচজন নেতা–কর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। 

রোববার বিকেলে গ্রেপ্তার নেতা–কর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাশেদুল ইসলাম (১৯), এমদাদুল হক (১৯), হারুন মিয়া (২০), আরিফুল ইসলাম (২০) ও মোক্তার (১৯)। তারা সবাই ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দল ও ছাত্রদলের নেতা–কর্মী। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর বাদী হয়ে মামলাটি করেন। দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের দিন নগরীতে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। কিন্তু পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই গায়েবি মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত