ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।
ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।
ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে