ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।
ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।
ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
২৪ মিনিট আগেরাজধানীর তেজগাঁও এলাকার ৬ থানায় নিয়মিত টহল ও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে সোপর্দ করা হয়েছে।
৩৬ মিনিট আগে