ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলবাড়িয়া উপজেলার দাওশা গ্রামে চার বছর বয়সের শিশু কন্যা মাহমুদাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে মা নাজমা আক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে ঘাতক মা নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুটিজানা ইউনিয়নের দাওশা গ্রামের হযরত আলী মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রমজান আলীর কাছে। স্বামী রজমান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত থাকায় গত চার বছর আগে তিন মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে আসেন নাজমা। সেখানেই তিনি সন্তান নিয়ে বসবাস করছিল। গত তিন বছর যাবৎ নাজমা আক্তার মানসিক রোগী। মাঝে মধ্যে তাঁকে বাড়িতে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখা হয়। গত তিন মাস যাবৎ কিছুটা ভালো হলে তাঁর পায়ের শিকল খুলে দেয় পরিবারের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে মাহমুদা নানার বাড়ির পাশে উঠানে খেলা করছিল। মা নাজমা আক্তার কাস্তে হাতে নিয়ে উঠানেই নিজের মেয়েকে জবাই করে ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
ফুলবাড়িয়া থানার এসআই মো. হানিফ উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা নাজমা আক্তার পাগল, তিন মাস আগেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিছুটা ভালো হওয়ায় পায়ের শিকল খোলে দেওয়া হয়, গতকাল সকালে নিজের মেয়েকে জবাই করে।
ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে দুপুরেই ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়িয়া উপজেলার দাওশা গ্রামে চার বছর বয়সের শিশু কন্যা মাহমুদাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে মা নাজমা আক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে ঘাতক মা নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুটিজানা ইউনিয়নের দাওশা গ্রামের হযরত আলী মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রমজান আলীর কাছে। স্বামী রজমান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত থাকায় গত চার বছর আগে তিন মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে আসেন নাজমা। সেখানেই তিনি সন্তান নিয়ে বসবাস করছিল। গত তিন বছর যাবৎ নাজমা আক্তার মানসিক রোগী। মাঝে মধ্যে তাঁকে বাড়িতে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখা হয়। গত তিন মাস যাবৎ কিছুটা ভালো হলে তাঁর পায়ের শিকল খুলে দেয় পরিবারের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে মাহমুদা নানার বাড়ির পাশে উঠানে খেলা করছিল। মা নাজমা আক্তার কাস্তে হাতে নিয়ে উঠানেই নিজের মেয়েকে জবাই করে ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
ফুলবাড়িয়া থানার এসআই মো. হানিফ উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা নাজমা আক্তার পাগল, তিন মাস আগেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিছুটা ভালো হওয়ায় পায়ের শিকল খোলে দেওয়া হয়, গতকাল সকালে নিজের মেয়েকে জবাই করে।
ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে দুপুরেই ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে