গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে ৮৮ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাবল দিয়ে গলায় আঘাত করে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ৮ মাসের অন্তঃসত্ত্বা নাতনিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার সহনাটি ইউনিয়নে ভালুকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফুলজান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। তিনি স্থানীয় বিভিন্ন শারীরিক সমস্যায় ঝাড়-ফুঁক করতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
এ ঘটনায় সাবিকুন্নাহার (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের তাঁরা মিয়ার মেয়ে।
স্থানীয়রা বলছেন, তারা সম্পর্কে দাদি-নাতনি। এ ছাড়া পাশাপাশি বাড়ি হওয়ায় দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। কেন এমনটি ঘটেছে এ বিষয়ে ধারণা করতে পারছেন না তারা।
নিহত ফুলজানের বড় ছেলে মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাবিকুন্নাহার ও মা’র সম্পর্ক খুব ভালো ছিল। মা ঝাড়-ফুঁক করতেন। আজ (সোমবার) পেট ব্যথার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায় সাবিকুন্নাহার। দুপুরে লাঠিতে ভর দিয়ে তাদের বাড়িতে যায় মা।’
তিনি আরও বলেন, ‘আড়াইটার দিকে প্রতিবেশীদের চিৎকারে জানতে পারি-সাবিকুন্নাহার লোহার শাবল দিয়ে মাকে ঘা দিয়েছে। তখন গিয়ে দেখি মায়ের ঘাড়ে তিনটি গর্ত। আর রক্ত পড়তেছে।’
তাঁর মার সঙ্গে সব সময় টাকা থাকত, টাকার জন্যও তিনি খুন হয়ে থাকতে পারেন ধারণা ছেলে মজিবুর রহমানের।
তবে অভিযুক্ত সাবিকুন্নাহারের দাবি, ফুলজান তাদের ঘরে চুরি করতে গিয়েছিলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার গলায় শাবলের ঘা লাগে।
দরাজ মিয়া নামে তাদের এক প্রতিবেশী আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ফুলজানকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত সাবিকুন্নাহারকে আটক করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।’
ময়মনসিংহের গৌরীপুরে ৮৮ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাবল দিয়ে গলায় আঘাত করে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ৮ মাসের অন্তঃসত্ত্বা নাতনিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার সহনাটি ইউনিয়নে ভালুকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফুলজান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। তিনি স্থানীয় বিভিন্ন শারীরিক সমস্যায় ঝাড়-ফুঁক করতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
এ ঘটনায় সাবিকুন্নাহার (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের তাঁরা মিয়ার মেয়ে।
স্থানীয়রা বলছেন, তারা সম্পর্কে দাদি-নাতনি। এ ছাড়া পাশাপাশি বাড়ি হওয়ায় দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। কেন এমনটি ঘটেছে এ বিষয়ে ধারণা করতে পারছেন না তারা।
নিহত ফুলজানের বড় ছেলে মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাবিকুন্নাহার ও মা’র সম্পর্ক খুব ভালো ছিল। মা ঝাড়-ফুঁক করতেন। আজ (সোমবার) পেট ব্যথার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায় সাবিকুন্নাহার। দুপুরে লাঠিতে ভর দিয়ে তাদের বাড়িতে যায় মা।’
তিনি আরও বলেন, ‘আড়াইটার দিকে প্রতিবেশীদের চিৎকারে জানতে পারি-সাবিকুন্নাহার লোহার শাবল দিয়ে মাকে ঘা দিয়েছে। তখন গিয়ে দেখি মায়ের ঘাড়ে তিনটি গর্ত। আর রক্ত পড়তেছে।’
তাঁর মার সঙ্গে সব সময় টাকা থাকত, টাকার জন্যও তিনি খুন হয়ে থাকতে পারেন ধারণা ছেলে মজিবুর রহমানের।
তবে অভিযুক্ত সাবিকুন্নাহারের দাবি, ফুলজান তাদের ঘরে চুরি করতে গিয়েছিলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার গলায় শাবলের ঘা লাগে।
দরাজ মিয়া নামে তাদের এক প্রতিবেশী আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ফুলজানকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত সাবিকুন্নাহারকে আটক করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
৭ মিনিট আগেঅনুষ্ঠানের শুরুতে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। আর সম্প্রতি তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে ধরে জোর করে চুল কেটে দেয়, তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।
১৯ মিনিট আগেউপ-উপাচার্যসহ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থিতা অযোগ্য ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
২ ঘণ্টা আগেকোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে