Ajker Patrika

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে বাসের চাপায় নিহত ২

প্রতিনিধি
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে বাসের চাপায় নিহত ২

তারাকান্দা (ময়মনসিংহ): ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে বাসের চাপায় সিএনজি''এর দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (৯ জুন) ময়মনসিংহ তারাকান্দা উপজেলার রশিদপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুর রহমান জানান, ঘটনার দিন সোয়া ৩টায় উপজেলার রশিদপুর এলাকায় নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি'এর দুই যাত্রী নিহত হন। অপর ৩ যাত্রী আহত হন। নিহতদের একজনের শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত