Ajker Patrika

হজে পাঠানোর কথা বলে ২ কোটি টাকা আত্মসাৎ, দুইজন কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
হজে পাঠানোর কথা বলে ২ কোটি টাকা আত্মসাৎ, দুইজন কারাগারে

ময়মনসিংহের তারাকান্দা মুসল্লিদের হজে যাওয়ার দুই কোটি টাকা আত্মসাতের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক আসমা সুলতানা রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আউচপাড়া এলাকার তানভীর আব্দুল হান্নান (৪২) এবং একই এলাকার সুর তরঙ্গ রোডের শরীফ হোসাইন ওরফে মাসুম বিল্লাহ (৪৬)। এর আগে এই ঘটনায় প্রতারণার শিকার আরিফ হোসেন নামে একজন বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক ৬ মে রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘গত বছর দুই প্রতারক জেলার তারাকান্দা ফুলপুর, সদর, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকার শতাধিক লোকের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়। বিশ্বাস অর্জনে তারা ওই বছরই কয়েকজনকে ওমরা হজে পাঠান। এরপর তারা তারাকান্দা থানার মাঝিয়ালি গ্রামে কয়েকটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করে। হঠাৎ ৩ / ৪ দিন আগে আসামিরা ফিশারিতে এসে মাছ বিক্রি শুরু করেন। পরে বিষয়টি ভুক্তভোগীরা জানতে পেরে তারাকান্দা থানা–পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত