Ajker Patrika

নির্মাণাধীন ভবনের ১৮ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
নির্মাণাধীন ভবনের ১৮ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৮ তলার ছাদ থেকে পড়ে শিমুল মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকায় এই ঘটনা ঘটে। শিমুল মিয়া জামালপুর সদরের মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, শিমুল মিয়া পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। তিনি বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকার নির্মাণাধীন ২০ তলা ভবনের ছাদে রডের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফারুক হোসেন আরও বলেন, শিমুলের স্বজনেরা এখনো কেউ থানায় যোগাযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত