ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর টাউন হলের জুলাই চত্বরে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তাঁরা তাঁদের দাবিগুলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবিন মোল্লা বলেন, ‘১০ জুলাই আমরা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সড়ক অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেন যে, ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে ছাত্রদের মিটিং করার ব্যবস্থা করে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে আমরা জানতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিংয়ের বিষয়ে জেলা প্রশাসক সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা তাঁকে জানিয়ে এসেছি, রোববার আমরা নিজেরাই মন্ত্রণালয়ে যাব।’
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই না। আমরা একটি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা চাই, যা আমাদের মানসম্মত শিক্ষার সুযোগ করে দেবে এবং আমাদের ভবিষ্যতের জন্য আরও উপযুক্ত হবে।’
এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের বক্তব্য জানতে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর টাউন হলের জুলাই চত্বরে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তাঁরা তাঁদের দাবিগুলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবিন মোল্লা বলেন, ‘১০ জুলাই আমরা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সড়ক অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেন যে, ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে ছাত্রদের মিটিং করার ব্যবস্থা করে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে আমরা জানতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিংয়ের বিষয়ে জেলা প্রশাসক সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা তাঁকে জানিয়ে এসেছি, রোববার আমরা নিজেরাই মন্ত্রণালয়ে যাব।’
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই না। আমরা একটি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা চাই, যা আমাদের মানসম্মত শিক্ষার সুযোগ করে দেবে এবং আমাদের ভবিষ্যতের জন্য আরও উপযুক্ত হবে।’
এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের বক্তব্য জানতে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
নওগাঁর বদলগাছীতে গণপিটুনিতে আশাদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ ৫-৬ জন ব্যক্তি ডাকাতি করতে যান।
৩ মিনিট আগেপ্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট ফটকসহ রাজধানীর কয়েকটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধে ফের গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার জারি করা নতুন গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
৯ মিনিট আগেরাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতা-কর্মীদের রাস্তার ওপর থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় সমাবেশে আসা পুলিশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করতেও দেখা যায়।
২৪ মিনিট আগেনওগাঁর মান্দায় মানব পাচারের পৃথক তিনটি মামলার প্রধান সাক্ষী ও তাঁর প্রবাসী স্বামীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম তাঁদের কাছে ঘুষ দাবি করেছিলেন। দাবি অনুযায়ী পুরো টাকা না দেওয়ায় সাক্ষীকেই আসামি করে...
২৭ মিনিট আগে