Ajker Patrika

নদীর পাড়ে গাছে ঝুলছিল কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ০১
নদীর পাড়ে গাছে ঝুলছিল কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে আত্রাখালী নদীর পাড়ে একটি গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত কৃষকের নাম আব্দুর রহিম (৩০)। তিনি চন্দ্রকোনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুর রহিম তাঁর কৃষিজমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে রহিমকে খুঁজতে বের হন তাঁর মা হালেমা খাতুন। তিনি নদীর পাড়ের একটি মেরা গাছে (মেড্ডা গাছে) ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

মৃত আব্দুর রহিমের চাচা আহমদ আলী বলেন, ‘আমার ভাইয়ের বউ (রহিমের মা) সকালে বাড়ি থেকে খুঁজতে বের হয়। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় মেরা গাছে দেখে রহিম ঝুলে আছে। আমাদের ধারণা, কেউ তাকে মেরে ঝুলাইয়া রাখছে।’ 

দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত