নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বীরেন্দ্র চন্দ্র সাহার সারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়রা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের বলছে, তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল বাজারের বীরেন্দ্র চন্দ্র সাহার রাসায়নিক ও কীটনাশকের গুদামে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বীরেন্দ্র চন্দ্র সাহার গুদাম ও দোকান, মতিন মীর ও দবির উদ্দিনের জুয়েলারি, রফিকুল ইসলামের রাসায়নিক ও কীটনাশকের দোকান, লতিফ ডাক্তারের ছেলের হোমিওপ্যাথির দোকান, ফজলুল হকের মনিহারি, জুয়েল মিয়ার ইলেকট্রনিকের দোকান, হেলাল মিয়ার কাপড়ের দোকান, তুহিনের স্টেশনারি দোকান ও তপুর ফলের দোকান পুড়ে ছাই হয়।
আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, পুড়ে যাওয়া দোকানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। পুড়ে যাওয়া ফল থেকে ধোয়া বের হচ্ছে। রাসায়নিক কীটনাশকের দোকানগুলোতে কীটনাশক পুড়ে বিষাক্ত গন্ধ বের হচ্ছে। জুয়েলারি দোকানগুলোর পুড়ে যাওয়া টিন, শাটার খুলে রাখা হচ্ছে। ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন পুড়ে যাওয়া দোকান ঘর দেখতে ভিড় করেন।
সার ও কীটনাশক দোকানি রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান মিম্মান বলেন, ‘আগুন লাগার খবর পেয় আসতে আসতেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নিমেষেই সব চোখের সামনে শেষ হয়ে গেছে। আমাদের কীটনাশকের দোকানের প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, নান্দাইলের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তাঁদের পাশে দলীয় নেতাকর্মীদের থাকার নির্দেশও দেন তিনি।
নান্দাইল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফখরুল আমিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। গুদামসহ ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।’
ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বীরেন্দ্র চন্দ্র সাহার সারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়রা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের বলছে, তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল বাজারের বীরেন্দ্র চন্দ্র সাহার রাসায়নিক ও কীটনাশকের গুদামে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বীরেন্দ্র চন্দ্র সাহার গুদাম ও দোকান, মতিন মীর ও দবির উদ্দিনের জুয়েলারি, রফিকুল ইসলামের রাসায়নিক ও কীটনাশকের দোকান, লতিফ ডাক্তারের ছেলের হোমিওপ্যাথির দোকান, ফজলুল হকের মনিহারি, জুয়েল মিয়ার ইলেকট্রনিকের দোকান, হেলাল মিয়ার কাপড়ের দোকান, তুহিনের স্টেশনারি দোকান ও তপুর ফলের দোকান পুড়ে ছাই হয়।
আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, পুড়ে যাওয়া দোকানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। পুড়ে যাওয়া ফল থেকে ধোয়া বের হচ্ছে। রাসায়নিক কীটনাশকের দোকানগুলোতে কীটনাশক পুড়ে বিষাক্ত গন্ধ বের হচ্ছে। জুয়েলারি দোকানগুলোর পুড়ে যাওয়া টিন, শাটার খুলে রাখা হচ্ছে। ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন পুড়ে যাওয়া দোকান ঘর দেখতে ভিড় করেন।
সার ও কীটনাশক দোকানি রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান মিম্মান বলেন, ‘আগুন লাগার খবর পেয় আসতে আসতেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নিমেষেই সব চোখের সামনে শেষ হয়ে গেছে। আমাদের কীটনাশকের দোকানের প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, নান্দাইলের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তাঁদের পাশে দলীয় নেতাকর্মীদের থাকার নির্দেশও দেন তিনি।
নান্দাইল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফখরুল আমিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। গুদামসহ ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে