Ajker Patrika

ঈশ্বরগঞ্জে ২ ঘণ্টায় ১ বুথে ভোট পড়েছে ৩টি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৯ মে ২০২৪, ১৩: ৩০
ঈশ্বরগঞ্জে ২ ঘণ্টায় ১ বুথে ভোট পড়েছে ৩টি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে দুই ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে। ওই বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে উপজেলার আরও তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

আজ বুধবার সকাল ১০টায় ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে অনেক সরগরম, কিন্তু কেন্দ্রের ভেতরে ফাঁকা। ভোটারদের চাপ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন। মাঝেমধ্যে দু-একজন ভোটার এলে তাঁদের ভোটকক্ষ দেখিয়ে দিচ্ছেন। আব্দুল জলিল নামের এক ভোটার বলেন, গ্রামের নারীরা রান্নাবান্না শেষ করে ভোট দিতে আসেন, তাই নারী ভোটার কম। পুরুষ ভোটারের উপস্থিতি একটু বেশি।

উপজেলার ৪২ নম্বর ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. আবুল ফারুক বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৫৭ জন। মোট বুথ ১০টি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ১৭৭টি ভোট পড়েছে। তিনি বলেন, ‘যেহেতু গ্রামাঞ্চল, এই সময়টাতে নারীরা বাড়ির কাজ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত