Ajker Patrika

গৌরীপুর রেলস্টেশনে প্রেমিক যুগলকে মারধর, চাঁদা দাবি

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রেমিক যুগলকে মারধরের ঘটনায় আটক তিন যুবক। ছবি: আজকের পত্রিকা
প্রেমিক যুগলকে মারধরের ঘটনায় আটক তিন যুবক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে এক প্রেমিক যুগলকে মারধর করেছেন কয়েকজন যুবক। এ সময় তাঁরা এই যুগলের পরিবারের কাছে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, মোবাইলের ভুল নম্বরের সূত্র ধরে মাত্র এক মাসের পরিচয় এই প্রেমিক যুগলের। প্রেমিকা নবম শ্রেণির ছাত্রী। প্রেমিক জাহাঙ্গীর আলমের বয়স আনুমানিক ২৫ বছর। তিনি কিছুদিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। তাঁদের দুজনের বাড়ি দুই জায়গায়। গতকাল শুক্রবার রাতে ঘর ছেড়ে পালিয়ে চট্টগ্রামে চলে যেতে চেয়েছিলেন তাঁরা।

শুক্রবার রাত ১০.৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে যান তাঁরা। কিন্তু একটু দেরির কারণে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন তাঁরা ধরতে পারেননি। তাই প্ল্যাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা। জাহাঙ্গীর আলম বলেন, তিনি স্টেশনের প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন। আর মেয়েটি তাঁর ঊরুতে মাথা রেখে ঘুমাচ্ছিল। রাত ৩টায় প্রথমে খোকন নামের এক যুবক এসে তাঁদের জেরা শুরু করেন। তারপর রায়হান ও বাপ্পি নামের আরও দুই যুবক সেখানে জড়ো হন। তাঁরা এসেই মারধর শুরু করেন। এরপর আরও ১০-১২ জন যুবক এসে জাহাঙ্গীরকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মেয়েটির বাবা ও জাহাঙ্গীরের ভাইয়ের মোবাইল ফোনে কল দিয়ে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেন তাঁরা। এ সময় এক ফাঁকে মেয়েটিকে তাঁরা প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যান। গৌরীপুর রেলজংশন পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে এমন ঘটনা ঘটলেও সেখানে ওই সময় কোন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন, তা জানা যায়নি।

আজ শনিবার সকালে গৌরীপুর রেল পুলিশকে ঘটনাটি জানান জাহাঙ্গীর আলম। পুলিশ তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে যুবকদের শনাক্ত করতে সক্ষম হন। পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নারী ওয়ার্ড থেকে প্রেমিকাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ। হাসপাতালে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মীর তত্ত্বাবধানে ছিল মেয়েটি। সেই পরিচ্ছন্নতাকর্মী বলেন, খোকন নামের এক হোটেলশ্রমিক আজ শনিবার ভোররাতে মেয়েটিকে আশ্রয়ের জন্য তাঁর কাছে রেখে যান। তাই তিনি তাঁকে মহিলা ওয়ার্ডে বসিয়ে রেখেছেন। হাসপাতালের সামনে খোকনের একটি খাবার হোটেল রয়েছে।

মেয়েটির বাবা জানান, ভোররাত প্রায় ৪টায় এক অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয়, তাঁর মেয়েকে গৌরীপুর স্টেশনে প্রেমিকসহ আটক করা হয়েছে। তাঁকে মুক্ত করতে ৫০ হাজার টাকা লাগবে। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, ‘আমি টাকা নিয়ে আসছি, আপনারা আমার মেয়েটাকে নিরাপদে রাখেন।’

গৌরীপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় রায়হান (২০), বাপ্পি (২০) ও খোকন (৩০) নামের তিনজনকে আটক করা হয়েছে। রায়হান ও খোকনের বাসা স্টেশনের পাশেই নতুন বাজার এলাকায়। খোকনের বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত