নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের জুয়া খেলার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তিনি উপজেলার আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী।
ভিডিও ক্লিপে দেখা যায়, ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আরও বেশ কয়েকজনকে নিয়ে একটি ঘরে জুয়া খেলছেন। সামনে বোর্ডে টাকার স্তূপ। সেখানে তিনি টাকা ঢালছেন। মাঝেমধ্যে সিগারেট টানছেন।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ‘চেয়ারম্যান মঞ্জুর আলীর ছেলে রনি প্রতি শুক্রবার রাতে মসজিদের পাশে আসর বসিয়ে দূরদূরান্ত থেকে মেয়ে শিল্পী এনে গানবাজনা করে। পরে একটি ঘরে মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কাজ করে। বেশ কয়েক দিন বিষয়টি দেখার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গত ৫ আগস্ট নিষেধ করলে চেয়ারম্যানের ছেলে রনি দলবল নিয়ে আমাকে ও সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করে। পরে সিরাজের দোকান ভাঙচুর করে।’
সিংহেরগাঁও গ্রামের সিরাজ মিয়া বলেন, চেয়ারম্যান ও তাঁর ছেলের অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী বলেন, ‘ভিডিওটি অনেক আগের। আমি চেয়ারম্যান হওয়ার আরও আগের। আমরা তো টুকটাক খেলাধুলা করিই। সম্প্রতি আমার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝগড়া হয়েছে। তাই আগের ভিডিও ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে স্থানীয় এক সাংবাদিকও খেলায় ছিল। তার অংশটা কেটে প্রতিপক্ষের কেউ একজন ভিডিওটা ফেসবুকে ছেড়েছে। এটা কোনো কাজ হলো, বলেন?’
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিওটি এখনো দেখিনি। তিনি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর পক্ষে এমন কাজ করা ঠিক হয়নি। তিনি মানুষকে জুয়া থেকে বিরত রাখতে কাজ করবেন। উল্টো নিজেই যদি জুয়া খেলেন, তাহলে বিষয়টি সবার জন্য বিব্রতকর। দলের জন্যও এটা বিব্রতকর। আমি খোঁজ নিয়ে দেখে এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করব।’
এ বিষয়ে জানতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মঞ্জুর আলী আগে আশুজিয়া ইউপির সদস্য ছিলেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান হন।
নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের জুয়া খেলার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তিনি উপজেলার আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী।
ভিডিও ক্লিপে দেখা যায়, ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আরও বেশ কয়েকজনকে নিয়ে একটি ঘরে জুয়া খেলছেন। সামনে বোর্ডে টাকার স্তূপ। সেখানে তিনি টাকা ঢালছেন। মাঝেমধ্যে সিগারেট টানছেন।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, ‘চেয়ারম্যান মঞ্জুর আলীর ছেলে রনি প্রতি শুক্রবার রাতে মসজিদের পাশে আসর বসিয়ে দূরদূরান্ত থেকে মেয়ে শিল্পী এনে গানবাজনা করে। পরে একটি ঘরে মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কাজ করে। বেশ কয়েক দিন বিষয়টি দেখার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গত ৫ আগস্ট নিষেধ করলে চেয়ারম্যানের ছেলে রনি দলবল নিয়ে আমাকে ও সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করে। পরে সিরাজের দোকান ভাঙচুর করে।’
সিংহেরগাঁও গ্রামের সিরাজ মিয়া বলেন, চেয়ারম্যান ও তাঁর ছেলের অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী বলেন, ‘ভিডিওটি অনেক আগের। আমি চেয়ারম্যান হওয়ার আরও আগের। আমরা তো টুকটাক খেলাধুলা করিই। সম্প্রতি আমার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝগড়া হয়েছে। তাই আগের ভিডিও ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে স্থানীয় এক সাংবাদিকও খেলায় ছিল। তার অংশটা কেটে প্রতিপক্ষের কেউ একজন ভিডিওটা ফেসবুকে ছেড়েছে। এটা কোনো কাজ হলো, বলেন?’
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিওটি এখনো দেখিনি। তিনি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর পক্ষে এমন কাজ করা ঠিক হয়নি। তিনি মানুষকে জুয়া থেকে বিরত রাখতে কাজ করবেন। উল্টো নিজেই যদি জুয়া খেলেন, তাহলে বিষয়টি সবার জন্য বিব্রতকর। দলের জন্যও এটা বিব্রতকর। আমি খোঁজ নিয়ে দেখে এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করব।’
এ বিষয়ে জানতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মঞ্জুর আলী আগে আশুজিয়া ইউপির সদস্য ছিলেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান হন।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২২ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৬ মিনিট আগে