নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ একর ৪৮ শতাংশ সম্পত্তি উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। এক্সকাভেটর দিয়ে পাকা ও টিনের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কেউ কেউ দোকানের আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে যান।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩-০৪ সালে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে জায়গা আবার দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়। এই পরিপ্রেক্ষিতে কালিয়াপাড়া বাজার অধিকার রক্ষা আন্দোলন কমিটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে জমি লিজ দিতে আন্দোলন শুরু করে। কমিটি মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়।
কমিটির নেতা আবুল কালাম সোহেল জানান, প্রশাসনের উচ্ছেদ করা জায়গা এখন প্রকৃত ব্যবসায়ীদের লিজ দিলে তাঁরা খুশি হবেন। এতে কেউ একাধিক ঘরের মালিক হতে পারবেন না।
তবে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন। আল আমিন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার বড় ভাই ৩ লাখ টাকা দিয়ে দোকান কিনেছিল। ম্যাজিস্ট্রেট এসে ভেঙে দিছে। আমাদের তো সব শেষ। এখন তো ব্যবসা ছাড়া চলাফেরা খুবই কঠিন হয়ে যাবে।’
আরেক ব্যবসায়ী নুসরাত উল্লাহ বলেন, ‘আমার বাবা-দাদারা এখানে ব্যবসা করে গেছে। এখন তো বাজার উচ্ছেদ করে দিছে। সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনকে দোকানপাট না ভাঙার জন্য প্রায় ২০০ দোকানদার থেকে ৫৭ হাজার করে টাকা দেওয়া হয়েছিল। পরে গত নির্বাচনের আগে ১৬ হাজার টাকা করে ফেরত দিয়েছিল। বাকি টাকা রয়ে গেছে।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধভাবে গড়ে তোলা ২৫০টির অধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারি জায়গা দখলমুক্ত হয়েছে। এগুলো শিগগির একসনা বন্দোবস্ত করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া হবে।’
ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ একর ৪৮ শতাংশ সম্পত্তি উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। এক্সকাভেটর দিয়ে পাকা ও টিনের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কেউ কেউ দোকানের আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে যান।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩-০৪ সালে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে জায়গা আবার দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়। এই পরিপ্রেক্ষিতে কালিয়াপাড়া বাজার অধিকার রক্ষা আন্দোলন কমিটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে জমি লিজ দিতে আন্দোলন শুরু করে। কমিটি মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়।
কমিটির নেতা আবুল কালাম সোহেল জানান, প্রশাসনের উচ্ছেদ করা জায়গা এখন প্রকৃত ব্যবসায়ীদের লিজ দিলে তাঁরা খুশি হবেন। এতে কেউ একাধিক ঘরের মালিক হতে পারবেন না।
তবে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন। আল আমিন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার বড় ভাই ৩ লাখ টাকা দিয়ে দোকান কিনেছিল। ম্যাজিস্ট্রেট এসে ভেঙে দিছে। আমাদের তো সব শেষ। এখন তো ব্যবসা ছাড়া চলাফেরা খুবই কঠিন হয়ে যাবে।’
আরেক ব্যবসায়ী নুসরাত উল্লাহ বলেন, ‘আমার বাবা-দাদারা এখানে ব্যবসা করে গেছে। এখন তো বাজার উচ্ছেদ করে দিছে। সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনকে দোকানপাট না ভাঙার জন্য প্রায় ২০০ দোকানদার থেকে ৫৭ হাজার করে টাকা দেওয়া হয়েছিল। পরে গত নির্বাচনের আগে ১৬ হাজার টাকা করে ফেরত দিয়েছিল। বাকি টাকা রয়ে গেছে।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধভাবে গড়ে তোলা ২৫০টির অধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারি জায়গা দখলমুক্ত হয়েছে। এগুলো শিগগির একসনা বন্দোবস্ত করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া হবে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩২ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে