Ajker Patrika

মানসিক ভারসাম্যহীন যুবকের তুলে ফেলা হয় নখ, হাসপাতালে মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে নির্যাতিত যুবককে হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
গফরগাঁওয়ে নির্যাতিত যুবককে হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ে হায়দুল আকন্দ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে। এর আগে রোববার সকালে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে তাঁকে আহত অবস্থায় পাওয়া যায়। হায়দুল আকন্দ উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের অবেদ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে গুরুতর আহত অবস্থায় হায়দুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পাগলা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হায়দুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতে ওই যুবককে নির্যাতন করে বাইলনা গ্রামে ফেলে যায়।

নিহতের ভাতিজা ইসলাম উদ্দিন বলেন, ‘আমার চাচা (হায়দুল) মানসিক ভারসাম্যহীন ছিলেন। যারা আমার চাচাকে পিটিয়ে মেরেছে তাদের বিচার চাই।’

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বৃষ্টি বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত