নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব বলছে, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নামে মোহনগঞ্জ থানায় হত্যা, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবক হলেন আরমান শাহ (২৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের (৫৫) ছেলে। আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন।
পুলিশ বলছে, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করেন। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেন। তবে লোকজন দেখে ফেলবে ভয়ে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখেন। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়, যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়। এদিকে আবুল হোসেনকে খুঁজে না পেয়ে দুই দিন পর থানায় বিষয়টি অবহিত করেন তাঁর ভাই হিরা মিয়া।
পুলিশ আরও জানায়, পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যমতে, খালের পাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তামনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে (রুবাহার, চিন্তামনি ও আবির) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব বলছে, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নামে মোহনগঞ্জ থানায় হত্যা, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবক হলেন আরমান শাহ (২৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের (৫৫) ছেলে। আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন।
পুলিশ বলছে, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করেন। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেন। তবে লোকজন দেখে ফেলবে ভয়ে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখেন। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়, যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়। এদিকে আবুল হোসেনকে খুঁজে না পেয়ে দুই দিন পর থানায় বিষয়টি অবহিত করেন তাঁর ভাই হিরা মিয়া।
পুলিশ আরও জানায়, পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যমতে, খালের পাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তামনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে (রুবাহার, চিন্তামনি ও আবির) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৫ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৬ মিনিট আগে