মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হত্যা মামলার প্রধান আসামি তাফাজ্জুল আলী (৩৫) ও খালেদা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল মঙ্গলবার মামলার আসামি আমির হোসেন ওরফে হীরা (৪০) ও জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিনজন ও অজ্ঞাতনামা একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি তাফাজ্জুল আলী ও অন্য একজনকে গভীর রাতে ঢাকার কমলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম এতে অংশগ্রহণ করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, বিদেশ যাওয়ার টিকিট, ভিসা ও বেশ কিছু সিম উদ্ধার করা হয়।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আজ মামলার প্রধান আসামি তাফাজ্জুলসহ এজাহারভুক্ত তিন ও অজ্ঞাত একজন নিয়ে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিদ্রুত এই মামলার সকল আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। চৈত্রঘাট বাজার নিয়ে সমস্যা হত্যাকাণ্ডের মূল কারণ।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। নিহত নাজমুল হাসানের বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা জানান এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত রোববার (৩১ অক্টোবর) দুপুর ২টায় একটি কালো মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে হঠাৎ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তাঁর মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান রহিমপুর ইউনিয়নের লুকুস মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই শামসুল মিয়া বাদী হয়ে গেল সোমবার ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন প্রধান আসামি তাফাজ্জুলসহ অন্যান্য আসামিরা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হত্যা মামলার প্রধান আসামি তাফাজ্জুল আলী (৩৫) ও খালেদা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল মঙ্গলবার মামলার আসামি আমির হোসেন ওরফে হীরা (৪০) ও জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিনজন ও অজ্ঞাতনামা একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি তাফাজ্জুল আলী ও অন্য একজনকে গভীর রাতে ঢাকার কমলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম এতে অংশগ্রহণ করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, বিদেশ যাওয়ার টিকিট, ভিসা ও বেশ কিছু সিম উদ্ধার করা হয়।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আজ মামলার প্রধান আসামি তাফাজ্জুলসহ এজাহারভুক্ত তিন ও অজ্ঞাত একজন নিয়ে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিদ্রুত এই মামলার সকল আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। চৈত্রঘাট বাজার নিয়ে সমস্যা হত্যাকাণ্ডের মূল কারণ।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। নিহত নাজমুল হাসানের বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা জানান এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত রোববার (৩১ অক্টোবর) দুপুর ২টায় একটি কালো মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে হঠাৎ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তাঁর মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান রহিমপুর ইউনিয়নের লুকুস মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই শামসুল মিয়া বাদী হয়ে গেল সোমবার ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন প্রধান আসামি তাফাজ্জুলসহ অন্যান্য আসামিরা।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৩ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৩ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৪ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে